আওয়ামী লীগ নেতাকে আহ্বায়ক করে শ্রমিক দলের কমিটি, ১১ জনের পদত্যাগ
ভালুকা উপজেলার উথুরা ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটি নিয়ে চরম বিরোধ দেখা দিয়েছে। কমিটির আহ্বায়ক পদে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত কামাল হোসেনকে বসানো হয়েছে—এমন অভিযোগ তুলে সংগঠনের ১১ জন নেতা পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরে সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের ঘোষণা দেন এবং নবগঠিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোমান আকন্দ বলেন, গত শনিবার (১৮ অক্টোবর) ইউনিয়নের ৬১ সদস্যবিশিষ্ট শ্রমিক দলের কমিটি গঠন করা হয়। সেখানে হাতীবেড় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কামাল হোসেনকে আহ্বায়ক করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার (২০ অক্টোবর) ১১ জন নেতা পদত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা দাবি করেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অবিলম্বে কমিটি বাতিলের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন, “দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে কামাল হোসেন বলেন, “আমি কখনোই আওয়ামী লীগ করিনি। অথচ আমাকে আওয়ামী লীগ নেতা ট্যাগ দিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে।”
ভালুকা উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব শাহ মো. সুজন জানান, “কামাল হোসেন দীর্ঘদিন ধরে শ্রমিক দলের রাজনীতি করছেন। তাকে উপযুক্ত পদে দেওয়া হয়েছে, এখানে টাকার কোনো লেনদেন হয়নি।”












