ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় থামছেইনা যুবলীগ নেতা মিনহাজের অপকর্ম! প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

দেশের পটপরিবর্তনের আগে মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমের ছত্রছায়ায় থেকে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসাসহ নানান অভিযোগে অভিযুক্ত ছিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা আকন্দ’র ছেলে মিনহাজ আকন্দের বিরুদ্ধে। তার ডাকাতির কবল থেকে রক্ষা পায়নি বরযাত্রীর গাড়ীও। মিনহাজের নামে রয়েছে একাধিক মামলা। একটি মামলায় হাজত বাস করে মাসখানেক আগে জামিনে এসেই জড়িয়েছে নানান অপরাধমূলক কর্মকাণ্ডে। জনমনে প্রশ্নের জট বেঁধেছে মিনহাজ আকন্দের খুঁটির জোর কোথায়?
স্থানীয় একাধিক সুত্র জানায়, দেশের পটপরিবর্তনের পরেও যুব লীগ নেতা মিনহাজ আকন্দ বিভিন্ন দেনদরবার থেকে শুরু করে চাঁদাবাজি ছিনতাই, মাদক, জুয়াসহ বেপরোয়া কর্মকান্ডে একছত্র অধিপত্য বিস্তার করে চলেছে মিনহাজ।
সূত্র জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার মোদারপুর এলাকা সীমান্তে হওয়ার কারনে অপরাধমুলক কর্মকাণ্ড করে তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ এলাকায় আড্ডা দেয় বলে কোতোয়ালি পুলিশের চোখ ফাঁকি দিতে পারে খুব সহজেই।
কাশিগঞ্জ এলাকাটি ভিন্ন উপজেলায় হওয়ায় যৌথ বাহিনী, জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ কর্তৃক তদন্তপূর্বক মিনহাজকে আইনের আওতায় এনে এলাকায় স্বস্তি ফিরিয়ে আনতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে মিনহাজ আকন্দে গ্রেফতারের জোরদাবী জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, চর নিলক্ষীয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রুজু হলেও গ্রেফতারে নেই কোতোয়ালি পুলিশের তৎপরতা। আসামিরা অবাধে বাজারে ঘুরাফেরা, চায়ের দোকান আড্ডা আর গালগপ্পে ইমেজ ক্ষুন্ন হচ্ছে প্রশাসনের।