ময়মনসিংহে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা: কচুক্ষেতে মিললো লাশ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাওলাটিয়া গ্রামে বুধবার(০২ জুলাই) হোসনেয়ারা বেগম (৪০) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে কচুক্ষেতে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হোসনেয়ারা বেগম গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে এলাকাবাসী কচুক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট ছিল। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা তদন্ত করছি এবং অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এই ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও শোকের ছায়া ফেলেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “এটি শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি ঘৃণ্য ও লজ্জাজনক মানবতাবিরোধী অপরাধ। একজন অসহায় ও বুদ্ধি প্রতিবন্ধী নারীর ওপর এমন পাশবিকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
গৌরীপুর বোকাইনগরে দাবি উঠেছে দ্রুত, স্বচ্ছ ও কঠোর তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার।