ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ০৭ /০৫/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান।
র্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ ফাহাদ আল মাসুম (২৫), পিতার নাম: মৃত তৌহিদুল আলম, মাতার নাম: মৃত মমতাজ বেগম, সাং-(চৌগাছি, ইউনিয়ন-দাড়িয়াপুরা), উপজেলা/থানা- শ্রীপুর, জেলা -মাগুরা, বর্তমান: (নতুন বাজার ১০নং ওয়ার্ড, মঝঝঝয়মনসিংহ সিটি কর্পোরেশন) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, ২। মোছাঃ রোকেয়া খাতুন (৫৫), স্বামী-মোঃ খোরশেদ দেওয়ান, সাং-কেওয়াকুন্ডু, মাওনা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ৩। খাদিজা আক্তার সাথী (২৫), পিতা-আলতাফ দেওয়ান, মাতা-মনোয়ারা বেগম, সাং-কাজলা কাঠি, ইউপি-দাড়িয়াল, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল দেরকেকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদের নিকট হইতে ৩০ কেজি গাঁজা এবং ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই(নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ আশরাফুল আলম (২২), পিতা-মোঃ মজিবুর রহমান, মাতা-মোছাঃ পারুল আক্তার, সাং-আকুয়া মোড়ল পাড়া, ২। দ্বীপ সাহা (২৫), পিতা-দিলীপ সাহা, মাতা-মৃত কামনা সাহা, সাং-২৮ রামবাবু রোড, ৩। ইকরামুল হুসাইন সিফাত(২১), পিতা-মৃত দেলোয়ার হোসেন, মাতা-শারমীন আরা, সাং-১৬৮/বি, আর কে.মিশন রোড় সর্ব থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদের নিকট হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই(নিঃ) মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ জসিম(২৫), পিতা-মৃত-জালাল উদ্দিন, মাতা-বেদনা বেগম, সাং-আকুয়া মোড়ল পাড়া, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
ইহাছাড়াও এসআই গোলাম রব্বানী, এএসআই সুকান্ত দেবনাথ, এএসআই কামরুল হাসান, সোলায়মান কবির নয়ন, সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৩টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। নুজহাতুল ফেরদৌস বিউটি (), পিতা-হারুন অর রশিদ, স্থায়ী: (সাং- গোহাইল কান্দি জামতলা মোড) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। মোঃ জসিম (), পিতা-মোঃ রশিদ মিয়া, স্থায়ী : গ্রাম- চর কালীবাড়ী (চর কালীবাড়ী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, বাংলাদেশ
৩। মোঃ আবির (২৭), মোঃ মোস্তফা, সাং-দাপুনিয়া কসাইবাড়ী, এ/পি সাং-আকুয়া চৌরাঙ্গীর মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।