সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন

“বিএমইউজে” চট্টগ্রাম জেলা শাখা কমিটি গঠিত

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১১:১৩ পিএম
“বিএমইউজে” চট্টগ্রাম জেলা শাখা কমিটি গঠিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চট্টগ্রাম জেলা শাখা কমিটি গঠিত হয়েছে। পেশাদার সাংবাদিকদের অধিকার মর্যাদা রক্ষায় দৈনিক কালের প্রতিচ্ছবির বিশেষ প্রতিনিধি শহিদুল ইসলাম সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদ এর বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির রাব্বিকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট “চট্টগ্রাম জেলা শাখা” কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটির অন্যান্যরা হলেন, সোহেল মাহমুদ (সিনিয়র সহ-সভাপতি) রিপোর্টার দৈনিক স্বাধীন সংবাদ মিজানুর রহমান (সহ-সভাপতি-১) রিপোর্টার দৈনিক পূর্বকোণ মহিউদ্দিন সাগর (সহ-সভাপতি-২) স্টাফ রিপোর্টার বাংলাদেশ টুডে রুমেন চৌধুরী (সহ-সভাপতি-৩) স্টাফ রিপোর্টার রাজধানী টিভি মাজাহারুল ইসলাম রানা (যুগ্ন সাধারন সম্পাদক-১) স্টাফ রিপোর্টার বাংলাদেশ টুডে রিয়াজ উদ্দিন (যুগ্ম সাধারণ সম্পাদক-২) স্টাফ রিপোর্টার দৈনিক একুশে সংবাদ দুলাল শিকদার (যুগ্ম সাধারণ সম্পাদক-৩) স্টাফ রিপোর্টার দৈনিক সাঙ্গু মুরাদ হোসেন বিপ্লব (সাংগঠনিক সম্পাদক) বিভাগীয় ব্যুরোচীফ দৈনিক আমাদের মাতৃভূমি নুরুল আমিন সোহেল ( সহ-সাংগঠনিক সম্পাদক) চট্টগ্রাম জেলা প্রতিনিধি দৈনিক নবজীবন মোশারফ হোসেন মাসুদ (কোষাধক্ষ্য ও দপ্তর সম্পা) স্টাফ রিপোর্টার দৈনিক স্বাধীন সংবাদ শাহিন আহমেদ (প্রচার সম্পাদক) ব্যুরো চিফ জাতীয় দৈনিক চৌকস মোঃ রাজু শেখ (সহ প্রচার সম্পাদক) স্টাফ রিপোর্টার দৈনিক খবর প্রতিদিন মোঃ শাহাদাত হোসেন (মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক) স্টাফ রিপোর্টার সরেজমিন বার্তা ঈসা মোহাম্মদ তকি ( বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক) স্টাফ রিপোর্টার দৈনিক বাংলাধারা আরিফ হোসেন (ধর্ম বিষয়ক সম্পাদক) স্টাফ রিপোর্টার দৈনিক আমাদের মাতৃভূমি শাহরিয়ার সুমন (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক) স্টাফ রিপোর্টার দৈনিক সরেজমিন বার্তা মোঃ মনির হোসেন (সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক) স্টাফ রিপোর্টার দৈনিক আমাদের মাতৃভূমি মোঃ জাকির হোসেন ( আপ্যায়ন বিষয়ক সম্পাদক) স্টাফ রিপোর্টার দৈনিক প্রতিদিনের কাগজ নাসির উদ্দিন লিটন (কার্যনির্বাহী সদস্য-১) স্টাফ রিপোর্টার দৈনিক আমার বার্তা রেজাউল করিম (কার্যনির্বাহী সদস্য-২) আকবরশা থানা প্রতিনিধি এশিয়ান টিভি বিল্লাল হোসেন (কার্যনির্বাহী সদস্য-৩) সম্পাদক পিবিআই ৭১ টিভি হেলাল উদ্দিন (কার্যনির্বাহী সদস্য-৪) বিশেষ প্রতিনিধি দৈনিক খোলা কাগজ জহিরুল ইসলাম বাবলু (কার্যনির্বাহী সদস্য-৫) স্টপ স্টাফ রিপোর্টার দৈনিক শাহ আমানত মোহাম্মদ রাজিব (নির্বাহী সদস্য-১) স্টাফ রিপোর্টার দৈনিক একুশের বাণী মোহাম্মদ সেলিম (নির্বাহী সদস্য-২) রিপোর্টার দৈনিক এ বাংলা মোঃ ফরহাদ উদ্দিন (নির্বাহী সদস্য-৩) বিশেষ প্রতিনিধি দৈনিক চৌকষ মোঃ নুরুন্নবী (নির্বাহী সদস্য-৪) ফটো সাংবাদিক আমার সময় ডটকম মোঃ রফিক ফরাজি (নির্বাহী সদস্য-৫) রিপোর্টার দৈনিক চৌকস ইকবাল হাসান (নির্বাহী সদস্য ৬) স্টাফ রিপোর্টার দৈনিক জনকথা।

পরানগঞ্জে অপরাধ দমনে এসআই আব্দুর রহিমের প্রশংসা, এলাকাবাসীর আস্থা অর্জন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:২৫ এম
পরানগঞ্জে অপরাধ দমনে এসআই আব্দুর রহিমের প্রশংসা, এলাকাবাসীর আস্থা অর্জন

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ৪নং পরানগঞ্জ বিটের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রহিম জালাও-পোড়াও দমন, সন্ত্রাস ও মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর নিরলস দায়িত্বশীলতা, কর্মদক্ষতা ও মানবিক আচরণে তিনি ইতিমধ্যেই জনপ্রশংসিত হয়ে উঠেছেন।

সরেজমিনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহল জানান, এসআই আ: রহিম একজন দায়িত্বশীল, চৌকস ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা। অপরাধ দমনের পাশাপাশি তিনি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন।

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশনা এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই আ: রহিম পরানগঞ্জ এলাকায় সন্ত্রাস, মাদক, জুয়া, চাঁদাবাজি ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা দমনে কঠোর অবস্থানে থেকে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক কারবারি গ্রেফতারসহ বিভিন্ন অভিযানে তিনি সাফল্য দেখিয়েছেন।

স্থানীয়দের দাবি, সাধারণ নালিশ, জমি-জমা বিরোধ থেকে শুরু করে সামাজিক সংকট- এসব ক্ষেত্রেও তিনি কোনো সংঘাত ছাড়াই সমাধান এনে দিয়েছেন। এ কারণে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন তিনি।

এসআই আ: রহিম বলেন, “পরানগঞ্জের মানুষ সহযোগিতা করায় এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহজ হয়েছে। চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি মেনে কাজ করছি। কিশোর গ্যাং দমনে আমাদের বিশেষ কর্মপরিকল্পনা রয়েছে। নিরাপদ সমাজ গড়তে সবাইকে সঙ্গে চাই।”

তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতা, জ্বালাও-পোড়াও ও রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। তাঁর ও সহকারী অফিসার সপন আকন্দের তৎপরতায় এখন পরানগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় রাজনৈতিক মহল জানান, “এসআই আব্দুল রহিমের প্রচেষ্টায় পরানগঞ্জ এখন সন্ত্রাসমুক্ত ও নিরাপদ। তাঁর কাজ মানুষের আস্থা বাড়িয়েছে।”

ব্লাড ক্যান্সারে আক্রান্ত সালমানকে বাঁচতে চায়, সহযোগিতায় এগিয়ে আসুন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:২৫ পিএম
ব্লাড ক্যান্সারে আক্রান্ত সালমানকে বাঁচতে চায়, সহযোগিতায় এগিয়ে আসুন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খিলগাতী গ্রামের এক দরিদ্র রিক্সাচালকের একমাত্র পুত্র (৭)সালমান ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ওয়ার্ড নং:২১০,সিট নং:১২) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শিশুটির জীবন বাঁচাতে নিরলস সংগ্রাম করে যাচ্ছেন তার বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপা সুলতানা মিলি।

অভাব-অনটনের মধ্যেও রিপা সুলতানা নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু ব্যয় করছেন সালমানের চিকিৎসায়।

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে মানুষের সহানুভূতি ও সহযোগিতা কামনা করছেন তিনি। ইতোমধ্যে তিনি সালমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন।

সালমানের সঙ্গে হাসপাতালে রয়েছেন তার বৃদ্ধা দাদি ও রিক্সাচালক পিতা। তাদের খাদ্য, ওষুধ, থাকা খাওয়াসহ সব ব্যয়ের ভার কাঁধে তুলে নিয়েছেন এই ত্যাগী শিক্ষিকা।

রিপা সুলতানা মিলি বলেন, “সালমান আমার ছাত্র, আমার সন্তানের মতো। ওর ছোট্ট জীবনের হাসিটা আমি নিভে যেতে দিতে পারি না। আমি আমার সাধ্যের সবটুকু দিচ্ছি, কিন্তু এখন মানুষের সাহায্য ছাড়া ওর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়।”

চিকিৎসকদের মতে, সালমানকে নিয়মিত কেমোথেরাপি দিতে হবে। এর ব্যয় মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত গড়ে ওঠে, যা তার দরিদ্র পরিবার কোনোভাবেই বহন করতে পারছে না।

একটি ছোট্ট প্রাণকে বাঁচানোর এই লড়াইয়ে এখন প্রয়োজন সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সহানুভূতি ও সহযোগিতা।

রিপা সুলতানা আরও বলেন, “মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। হয়তো আপনাদের অল্প কিছু সহায়তাই সালমানের জীবনে আলো ফিরিয়ে আনতে পারে।”

যারা সালমানের পাশে দাঁড়াতে চান, তারা রিপা সুলতানা মিলি অথবা সালমানের বাবার সঙ্গে সরাসরি যোগাযোগ করে আর্থিক সহায়তা পাঠাতে পারেন।

যোগাযোগ: রিপা সুলতানা মিলি, সহকারী শিক্ষক, খিলগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ।

বিকাশ (পার্সোনাল) নম্বর:

01775859037-01771473061

ময়মনসিংহে নাশকতার চেষ্টা, ফুলবাড়িয়া থেকে ককটেল-পেট্রলবোমা উদ্ধার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:৩৫ পিএম
ময়মনসিংহে নাশকতার চেষ্টা, ফুলবাড়িয়া থেকে ককটেল-পেট্রলবোমা উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে রবিবার রাত থেকে। ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল এবং রাধাকানাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল তরফদারের ব্যানারে রাত প্রায় ১০টার দিকে একটি রাজনৈতিক মিছিলের প্রস্তুতি লক্ষ্য করা যায়। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত গভীর হলে পরিস্থিতি আরও জটিল হয়।

রবিবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ীয়া থানা পুলিশ ইউনিয়ন পরিষদ ভবনের পেছন দিক তল্লাশি চালিয়ে ৫টি ককটেল এবং ২টি পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করে। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযানটি পরিচালনা করে।

ওসি রুকনুজ্জামান বলেন, উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার জন্য সঙ্গে সঙ্গে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। তিনি আরও জানান, “যে কোন ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ফুলবাড়ীয়া থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় টহল জোরদার করেছে।