গ্রেফতারের দাবী জানিয়েছেন সমাজের সুশীল সমাজ
ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় আ’লীগ নেতা কর্মীদের দফায় দফায় বৈঠক; সংঘাতের আশঙ্কা
ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ সাহেব কাচারি বাজারে অবস্থিত পীরে কামেল হযরত আয়াত আলী শাহ (রঃ) এর মাজারের দানবাক্স দখলসহ আধিপত্য বিস্তারে দফায় দফায় বৈঠক চলছে আব্দুল মজিদ ও সিদ্দিকুর রহমান শাহিনের নেতৃত্বে। যেকোনো সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা।
ফ্যাসিবাদী সরকারের আমলে মাজারে নামমাত্র কমিটি গঠন করে দানবাক্সের টাকা আত্মসাৎসহ এলাকায় জমি দখল, মাজারে গানের আয়োজনের নামে চাঁদাবাজি, হামলা, মিথ্যা মামলায় নিরীহদের হয়রানি, মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ, জুয়ার আসর সবই তাদের দখলেই ছিল বলে অভিযোগ রয়েছে।
ময়মনসিংহ সদর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত’র রাজনৈতিক অনুসারী তৃনমুলের বলিষ্ঠ কর্মী সন্ত্রাসী সিদ্দিকুর রহমান শাহিন। সাংবাদিকের মাথায় পিস্তল ঠেকিয়ে হামলার ঘটনায় মামলা রয়েছে। কোতোয়ালি মডেল থানা মামলা নং- ৯৮(০৩)২০২১ইং। এছাড়াও রাঘবপুর বড়বাড়ি আব্দুল কুদ্দুস মন্ডলের বসত বাড়িতে হামলা ভাংচুরের মামলা রয়েছে।
অপরদিকে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র অনুসারী এড. ফয়সাল আহমেদের নেতৃত্বে আব্দুল মজিদ লেয়াজু ভিত্তিক সমোঝোতার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে গেছেন।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে তাদের ভূমিকা ছিল চোঁখে পড়ার মতই। আন্দোলন দমাতে অর্থের যোগানদাতা হিসেবেও তাদের প্রসংশায় পঞ্চমুখ ছিলেন ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ফারুকুল ইসলাম রতন।
ছাত্র জনতার আন্দোলনে ৫ আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আধিপত্য ধরে রাখতে সাহেব কাচারী বাজারে একটি.”বন্ধু ক্লাব” নামে সংঘটনের আত্মপ্রকাশ ঘটে। যার অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফয়সাল আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফারুকুল ইসলাম রতন।
অবশেষে এলাকার সুশীল সমাজের চাপের মুখে মাজারের দানবাক্সের চাবি বুঝিয়ে দিলেও থামছে না তাদের কূটকৌশল। পূনরায় দখল ও আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে দফায় দফায় বৈঠক চলছে এলাকায়। আব্দুল মজিদ ও সিদ্দিকুর রহমান শাহিনের নেতৃত্বে দুই শতাধিক বাশের লাঠি মজুদ রেখেছে বলে প্রচার আছে, এতে এলাকায় ভিতিকর পরিস্থিতি বিরাজ করছে।
এলাকায় শান্তিপুর্ন পরিবেশ বজায় রাখতে এদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন যুবদল নেতা মোঃ মাহমুদুল হাসান রাসেল।
স্থানীয় একাধিক সুত্র জানায়, আব্দুল মজিদ ও সিদ্দিকুর রহমান শাহিনের নেতৃত্বে এলাকায় বিগত দিনে যে ভাবে ক্ষমতার অপব্যবহার করছে তা বলে শেষ করা যাবে না। পান থেকে চুন কষলেই দেখা যেত তাদের হুংকার। কেও প্রতিবাদ করলেই শিকার হতো হামলা অথবা মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি।
চর নিলক্ষীয়া ইউনিয়নের সাহেব কাচারী বাজার, রাঘবপুর, পাড়া লক্ষীপুর, বিজয় নগর, মহজুমপুর এলাকার অন্তত ২০জনের সাথে কথা বললে উঠে আসে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য।
সন্ত্রাস, জমি দখল, নৈরাজ্যসৃষ্টিকারী, মাদক, জুয়া নির্মুল করে এলাকায় সুষ্ঠু সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সমাজের সুশীল সমাজ।
বিস্তারিত আরও আসছে পরবর্তী প্রতিবেদনে…।