সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
চ্যানেল টুয়েন্টিফোরের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং একই চ্যানেলের সাংবাদিক পারভেজের ওপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। এতে অংশ নেন ময়মনসিংহ প্রেসক্লাব, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং ময়মনসিংহ ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। অথচ বারবার তাদের ওপর হামলা হচ্ছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি।” তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, “দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলো বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করছে। এই অবস্থা চলতে পারে না।”
সমাবেশে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, ফটোসাংবাদিক ও রিপোর্টাররা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে হামলার প্রতিবাদে স্লোগান দেন।
ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে সাংবাদিকদের অংশগ্রহণ।









