র্যাব-১৪ এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদসহ একজন গ্রেফতার: ব্যবহৃত ট্রাক জব্দ

জামালপুর সদর থানা এলাকা থেকে ট্রাকের ভিতর খড় দ্বারা সুকৌশলে লুকানো ১২৭ (একশত সাতাশ) বোতল বিদেশী মদ ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ ট্রাক চালক মোঃ মোশারফ হোসেন (৩০)‘কে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
র্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে যে, জামালপুর সদর থানাধীন মেসার্স শতাব্দী ফিলিং স্টেশনের পিছনে একটি ট্রাকে অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদসহ অবস্থান করেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়ক র্যাব-১৪, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে র্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান স্যারের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ০৯ মে ২০২৫ খ্রি. তারিখ সময় ১৪:৫৫ ঘটিকায় জামালপুর সদর থানাধীন শরিফপুর ইউনিয়নের বগালী সাকিনস্থ জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে মেসার্স শতাব্দী ফিলিং স্টেশনের পিছনে অভিযান পরিচালনা করে একটি ট্রাকের ভিতরে বিশেষ কায়দায় খড় দ্বারা মোড়ানো ০৭ (সাত) টি চটের বস্তায় সর্বমোট ১২৭ (একশত সাতাশ) বোতল বিদেশী মদ ও মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ ট্রাক চালক ১। মোঃ মোশারফ হোসেন (৩০), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, সাং-পশ্চিম শেড়ি, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর‘কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১২,৭০,০০০/- (বার লক্ষ সত্তর হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামী‘কে জামালপুর জেলার সদর থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।