ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভুটিয়ারকোণা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে লাঞ্চিতকারী চল্লিশা কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় সম্মিলিত শিক্ষক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় আনোয়ার হোসেনকে গৌরীপুর শিক্ষক সমাজে অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তব্যে তাঁরা অভিযোগ করে বলেন, “ঘটনার তিনদিন অতিবাহিত হলেও পুলিশ আজও অভিযুক্তদের গ্রেফতারের কোন চেষ্টা করেনি। ঘটনার পরদিন সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন থেকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হলেও পুলিশ নিরব ভূমিকা পালন করছে।”
এ ব্যাপারে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দিদারুল ইসলাম জানান, “অধ্যক্ষ গোলাম মোহাম্মদের অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারের অনুমতি চেয়ে আদালতে প্রতিবেদন পাঠানো হয়েছে, নির্দেশ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রুকন উদ্দিনের সভাপতিত্বে ও নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের ছিদ্দিক মানিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, অচিন্তপুর এম আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শাহজাহান কবির, পাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্লাহ খান, শ্যামগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, লামাপাড়া কেরামতিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ শহীদুল্লাহ, বড়বাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান, ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাহাবুবুল আলম মানিক, শ্যামগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার একেএম মোস্তফা কামাল, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম রায়, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয় আবুল হাসিম, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রভাষক উজ্জ্বল কুমার সরকার, বেগ মোতালেব দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক, খলতবাড়ি হাই স্কুলের শিক্ষক আজিজুল হক প্রমুখ।
মানববন্ধন শেষে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।
গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বলেন, “ঘটনা গত বৃহস্পতিবার দুপুর ১২ টায়। এসময় অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন নিজ বিদ্যালয়ে থাকার কথা, তিনি ছুটিতেও ছিলেন না, তাহলে এসময় ভুটিয়ারকোণা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে তিনি কি করছিলেন? বিষয়টি মাথায় রেখেই তদন্ত করা হবে এবং তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।”
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা জানান, “বিস্তারিত জানার জন্য ইতিমধ্যে ঘটনার শিকার অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে ইউএনও অফিসে ডাকা হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”