ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার-৭: মাদকদ্রব্য উদ্ধার

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ০২ /০৫/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামী গ্রেফতার করা হয়। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান।
এসআই (নিঃ) মোঃ আন্নান উল আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ সাখাওয়াত হোসেন মারুফ (৩৫), পিতা-মৃত লিয়াকত হোসেন, মাতা-সখিনা বেগম, সাং-চুরখাই, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ জসীম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ মোস্তফা কামাল (২৮), পিতা-নাসির উদ্দিন, মাতা-মর্জিনা আক্তার, সাং-খাগডহর ঘুন্টি মাঠপাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ৫০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেন।
ইহাছাড়াও এসআই আনিসুর রহমান, এএসআই স্বপন আকন্দ, ওমর ফারুক, সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৫টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মোঃ জয়নাল আবেদীন(মেসার্স জয় ট্রেডার্স), পিতা-মৃত নাসির উদ্দিন, স্থায়ী: গ্রাম- সানকি পাড়া (নর্থ) (শেষ মোড) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। রফিজ উদ্দিন (৪৫), পিতা-নুর ইসলাম, স্থায়ী : গ্রাম- ফাদিয়ার চর (ফদিয়ার চর) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। মোঃ সোহেল (৪৪), পিতা-মৃতঃ আব্বাস আলী, বর্তমান : গ্রাম- কৃষ্টপুর (কৃষ্টপুর রেলওয়ে বস্তি) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৪। মোঃ শিপন মিয়া (), পিতা-মোঃ বকতিয়ার হোসেন, স্থায়ী : গ্রাম- খাগডহর (পার্ট), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৫। মোঃ ফরিদ মিয়া (), পিতা-মোঃ আরশেদ আলী, স্থায়ী: (সাং-চর সিরতা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।