ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ডাকাতি, মাদক ও অন্যান্য মামলার আসামিসহ গ্রেফতার-৭

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ২৭ /০৩/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোঃ আন্নান উল আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। মাহিম আহম্মেদ সোহাগ (২০), পিতা-ফারুক মিয়া, মাতা-শেফালী বেগম, সাং-আকুয়া ভাঙ্গাপুল সাত ঘড়িয়াপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ ফরহাদ হোসেন (২০), পিতা-বাবুল মিয়া, মাতা-মোছাঃ ফরিদা খাতুন, সাং-কোদালিয়া চরপাড়া, ২। মোঃ রিয়াজ মিয়া (২২), পিতা-মোঃ আইয়ুব আলী, মাতা-মোছাঃ লাইলী বেগম, সাং-চর ফরিদপুর, উভয় থানা-তারাকান্দা, ৩। মোঃ সাগর মিয়া (২০), পিতা-মোঃ নজরুল ইসলাম, মাতা-মোছাঃ শেফালী খাতুন, সাং-চর ঝাউগড়া, থানা-কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদের নিকট হইতে ০৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
ইহাছাড়াও এসআই মাহবুব আলম ফকির, এসআই মোজাম্মেল হোসেন, এএসআই সুকান্ত দেবনাথ, এএসআই কামরুল হাসান, এএসআই শেখ হাবিবুর রহমান, ও এএসআই মোঃ আয়েছ মিঞা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। মোঃ রাসেল (), পিতা-মোফাজ্জল হোসেন, স্থায়ী: গ্রাম- কাতলা সেন (টানকাতলাসেন) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। মোঃ আনোয়ার হোসেন (), পিতা-মৃত: বিল্লাল হোসেন, স্থায়ী: গ্রাম- চর পাড়া (জনতা ব্যাংকের পিছনে) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩।মোঃ হাসান আলী (), পিতা-অজ্ঞাত, স্থায়ী:, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।