
পূজা ও বরণনের মধ্য দিয়ে শুরু হয়েছে শুভ বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়েই শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
সকাল থেকেই বিভিন্ন মন্দিরে চলছে দেবী বিদায়ের প্রস্তুতি। দশমীর এই দিনে ভক্তদের মনে বিষাদের ছায়া—প্রিয় দেবীর বিদায়ের মুহূর্তে তাদের একটাই প্রার্থনা, আগামী বছর যেন মা আরও সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনেন।
ভক্তরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবছর কোনো শঙ্কা ছিল না। সরকারের কঠোর তদারকির ফলে নির্বিঘ্নে উৎসব পালন করতে পেরে তারা কৃতজ্ঞতা জানিয়েছেন।
শাস্ত্রমতে, এবছর দেবী গজে আগমন করে ছিলেন পালকিতে চড়ে মর্ত্যলোক থেকে কৈলাশে ফিরে যাবেন। এর আগে মহাসপ্তমীর দিনে তিনি গজে চড়ে আগমন করেছিলেন।
হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস, আশ্বিন বা কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত জগজ্জননী উমা দেবী পিতৃগৃহে আগমন করেন। পাঁচ দিনের এই শারদীয় উৎসব আজ বিজয়া দশমীতে শেষ হচ্ছে।
দশমী তিথি থাকবে দিবা ৩টা ২৪ মিনিট পর্যন্ত। গতে দিবা ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার বিজয়া দশমী বিহিত পূজা সমাপনান্তে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। এরপর মন্দির প্রাঙ্গণে অপরাজিতা পূজা, শান্তি ও আশীর্বাদ গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
ভক্তদের চোখে আজ আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতি। কারণ, দেবী দুর্গা যেমন মহাশক্তি—তেমনি বাঙালি ঘরের কন্যা। পিতৃগৃহে কন্যার আগমনের আনন্দ আর বিদায়ের বেদনা—এই দ্বৈত আবেগই যেন মূর্ত হয়ে ওঠে বিজয়া দশমীর বিদায়ের ক্ষণে।