শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২২ ১৪৩১
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২২ ১৪৩১

বাংলাদেশ লিগ্যাল এইড হিউম্যান রাইটস ময়মনসিংহ শাখার এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠিত

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১:২৯ পিএম
বাংলাদেশ লিগ্যাল এইড হিউম্যান রাইটস ময়মনসিংহ শাখার এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠিত

ময়মনসিংহের জামিয়া আরাবিয়া মাখযানুল উলূম, তালতলা মাদরাসা, ঢোলাদিয়ায় ময়মনসিংহের মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড হিউম্যান রাইটস-এর আয়োজনে মঙ্গলবার ২৫ (মার্চ) এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাহফিলে অংশগ্রহণ করেন মাদরাসার শত শত এতিম শিশু শিক্ষার্থী, ময়মনসিংহ বিভাগীয় কমিশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পিবিআই’র কর্মকর্তা, জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, জামায়েত ইসলামের আমীরসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ। মাহফিলে প্রায় হাজার খানিক রোজাদার উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে সভাপতির দায়িত্ব পালন করেন মানবাধিকার সংগঠনের ময়মনসিংহ শাখার সভাপতি সাংবাদিক ও মানবাধিকারকর্মী মো: সাদেকুর রহমান।

ইফতার মাহফিল শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মাদরাসার মুহতামীম হযরত মাওলানা আব্দুর রাহমান হাফেজজী হুজুর। তিনি আল্লাহর কাছে দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্থতা ও কল্যাণ কামনা করেন। দোয়া শেষে উপস্থিত সকলে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনা করেন।

ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিক ও মানবাধিকার কর্মী মজিবুর রহমান শেখ মিন্টু বলেন ‘‘এ ধরনের মাহফিল আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সৃষ্টি করে। মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি, সকল মানুষের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণ করা জরুরি।’’

এছাড়াও বিএমইউজে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান বলেন ভাতৃত্বের বন্ধন সৃষ্টির নজির স্থাপনে এতিম শিশু শিক্ষার্থীসহ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার শত সহস্র লোকের উপস্থিতে এমন ইফতার মাহফিল আয়োজন সফলতার সাথে সম্পন্ন করায় মানবাধিকার সংগঠনের সভাপতি সাংবাদিক সাদেকুর রহমানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সকলেই সন্তোষ প্রকাশ করেছেন বলে মন্তব্য করেন।

সমাজের অবহেলিত ও অসহায় জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড হিউম্যান রাইটস ইতোমধ্যেই একটি মাইলফলক সৃষ্টি করেছে। মানবাধিকার রক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ লিগ্যাল এইড হিউম্যান রাইটস দীর্ঘদিন ধরে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করে আসছে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে।

ময়মনসিংহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১:১৮ এম
ময়মনসিংহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহ নগরীর কাচিঝুলি আঞ্জুমান ঈদগাহ পুকুরে অদ্য ০৩/০৪/২০২৫ তারিখ রাত ৮.৩০ ঘটিকায় মোহাম্মদ রায়হান (০৯) নামে শিশু গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে ছেলেটি পুকুরে ডুবে মৃত্যু বরণ করে।

উল্লেখ্য যে, অদ্য ১১.০০ ঘটিকার সময় হতে মোহাম্মদ রায়হান মিয়া (৯),পিতা শাহপরান (৩৫), মাতা শারমিন আক্তার (২৭), গ্রাম: কান্দাপাড়া (বুরোরচর), থানা- সদর, জেলা- ময়মনসিংহ, কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তার পরিবার এক পর্যায়ে জানতে পারে আঞ্জুমান ঈদগাহ মাঠে বন্ধুবান্ধব নিয়ে খেলতে গিয়েছিলো।

এই সূত্র ধরে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুর হতে তার মৃত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

অভিভাবকের অসচেতনতার কারণে এবং সাঁতার না জানার কারণে উক্ত দুর্ঘটনা হয়েছে বলে প্রতিয়মান।

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি ও মাদক মামলার আসামীসহ গ্রেফতার-৫

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৬:৪৬ পিএম
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি ও মাদক মামলার আসামীসহ গ্রেফতার-৫

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-০৩/০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৫ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) মোহাম্মদ সাদ্দাম হোসেন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ জাহিদ হোসেন বিল্লাল (২৩), পিতা-মৃত মোসলেম উদ্দিন, মাতা-হেলেনা আক্তার, সাং-আকুয়া খালপাড় মোড়লবাড়ী, ভাসমান(ফয়সালের বাসায় ভাড়াটিয়া), ২। মোঃ শাকিরুল ইসলাম (২০), পিতা-ফারুক মিস্ত্রি, মাতা-মোছাঃ সুফিয়া খাতুন, সাং-আকুয়া গরুর খোয়ার, চুকাইতলা, ভাসমান,(সাইফুলের বাসায় ভাড়াটিয়া), উভয় থানা-কোতোয়ালী, ৩। মাহফুজ আহম্মেদ(২১), পিতা-মৃত আঃ মোতালেব, মাতা-নাজমা খাতুন, সাং-কালী বাজাইল (আকন্দবাড়ী, দেওখোলা ৫নং ইউপি), থানা-ফুলবাড়ীয়া, ৪। মুরাদ হাসান (২০), পিতা-এরশাদ মিয়া, মাতা-সাবিনা বেগম, সাং-১০নং কেওড়াজানী চান্দের বাজার (জামান মেম্বারের বাড়ীর পাশে), থানা-মুক্তাগাছা, সর্ব জেলা-ময়মনসিংহদের কে কাতলাসেন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ সামাদুল মীর (৫৩), পিতা-মৃত ইসমাইল মীর, মাতা-হালিমা, সাং-রঘুরামপুর উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ কে থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১:৩১ পিএম
ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ ঘটনায় ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা কোনো যাত্রী আহত হয়েছেন কি না তা এখন পর্যন্ত জানা যায়নি।

সাতখামাইর রেলস্টেশন সূত্রে জানা যায়, ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। আগুন নেভাতে স্টেশনের লোকজন কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে আসছেন।