ময়মনসিংহ কোতোয়ালী পুলিশ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে দ্রুত বিচার আইনের আসামীসহ গ্রেফতার-১৬

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ১৮ /০৩/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযানে ০৯ জন এবং র্যাব-১৪ অভিযান চালিয়ে দ্রুত বিচার আইনের ০৭ জন আসামীসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কুমোদলাল দাস, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ আব্দুর রহমান (৪০), পিতা-ইব্রাহিম খান, মাতা-আমেনা খাতুন, ২। মোঃ মোফাজ্জল হোসেন মোফা (৩৬), পিতা-আব্দুল জলিল, মাতা-তাহেরুন ন্নেছা, উভয় সাং-বারুরী দাপুনিয়া, ৩। হুমায়ুন কবির (৩০), পিতা-মৃত সিদ্দিক মিয়া, মাতা-মৃত তাসলিমা, সাং-চরপাড়া পুরাতন পপুলারের পিছনে, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানাধীন এলাকা হইতে গ্রেফতার করে ।
এসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মুশফিকুর রহমান মুশফিক (২০), পিতা-গোলাম কিবরিয়া, মাতা-মনোয়ারা বেগম, সাং-৫১/বি আকুয়া মাদ্রাসা কোয়াটার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন এলাকা হইতে গ্রেফতার করে ।
র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দ্রুত বিচার আইনের মামলার আসামী ১। ইয়াছিন মিয়া (২২), পিতা-নুরুল হক, ২। মোঃ সাগর মিয়া (২৮), পিতা- মোঃ বিল্লাল, ৩। মোঃ রনি মিয়া (২২), পিতা-মোতালেব মিয়া, ৪। মোঃ আলী আকবর (২১), পিতা- মোঃ রফিকুল ইসলাম, ৫। মোঃ রানা মিয়া (৩১), পিতা- বাদল মিয়া, সর্ব সাং- চর গোবদিয়া, ৬। মোঃ নাদিম (২১), পিতা- আনোয়ার হোসেন, ৭। সাইফুল (১৯), পিতা- কাজিম উদ্দিন, সর্ব সাং-চর ঈশ্বরদিয়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদেরকে অত্র থানাধীন এলাকা হইতে গ্রেফতার করে ।
ইহাছাড়াও এসআই মতিউর রহমান, এসআই খলিলুর রহমান, এএসআই আয়েছ মিয়া, এএসআই শওকত হোসেন, এএসআই মাহমুদুল হাসান জামান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৫ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। মোঃ তানজিম মিয়া ওরফে তানিম মিয়া (২২), পিতা-মৃতঃ আমিন মিয়া, স্থায়ী-১: (সানকিপাড়া হে০লথ অফিসারের গলি) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। মোঃ আব্দুল কাদের (), পিতা-মোঃ চান মিয়া, স্থায়ী: (সাং; উইনারপাড়) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। মোঃ আব্দুল কাদের (), পিতা-মোঃ চান মিয়া, স্থায়ী: (সাং; উইনারপাড়) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৪। মোঃ ছামাদ (), পিতা-আলহাজ্ব মনতাজ আলী ওরফে মমতাজ আলী, স্থায়ী: গ্রাম- মাসকান্দা (মাদ্রাসা রোড) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৫। কামাল (), পিতা-মোঃ মকবুল হোসেন, স্থায়ী : গ্রাম- সুতিয়াখালী, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।