ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গ্রেফতার-১৩

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-০৮/০৩/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৩ জন আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ কমর উদ্দিন, আইসি-১নং পুলিশ ফাঁড়ি, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আলহাজ্ব আব্দুস সবুর (৬১), ১১নং ইউপি চেয়ারম্যান, নালিতাবাড়ী, শেরপুর জেলার সহ সভাপতি, আওয়ামীলীগ, পিতা-মৃত আব্দুল আহাদ, সাং-খরকান্দা, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুরকে অত থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) বিশ্বজিত সূত্রধর, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দ্রুত বিচার মামলার আসামী ১। মোঃ অনিক হাসান (২৮), পিতা-আমান মিয়া, সাং-৪/২ কাশর, দক্ষিনবাড়ী, তিনকোনা পুকুরপাড়, ২। মোঃ মৃদুল ইসলাম (২১), পিতামৃত-নজরুল ইসলাম, মাতা-মনি বেগম, সাং-কাচিঝুলি গোলাপজান রোড, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ সাহেদ আলী (২২), পিতা-মোঃ লিয়াকত আলী, মাতা-মোছাঃ জোস্না খাতুন, সাং-বোররচর বনপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে থানা এলাকা হইতে গ্রেফতার করে।
এসআই (নিঃ) মোজাম্মেল হোসেন, অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ মুমিনুল(৩৫) পিতামৃত-আব্দুল সামাদ মাতা-মনোয়ারা বেগম, সাং-রুপচন্দ্রপুর থানা-তারাকান্দা, ২। মোঃ সাদ্দাম হোসেন (৩০) পিতা-মোঃ জয়নুদ্দিন, মাতা-পারুল বেগম, সাং- চর গোবাদিয়া, থানা- কোতোয়ালী, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদ্বয়ের নিকট হইতে ১০ (দশ) বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করে।
এসআই (নিঃ) মোঃ গোলাম রব্বানী, অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। আবুল কাশেম (৬৫) পিতা-মৃত আঃ হামিদ, মাতা-মৃত রাবেয়া খাতুন গ্রাম-বাঁশবাড়ী কলোনী, থানা-কোতোয়ালী মডেল জেলা ময়মনসিংহকে থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ৩০ (ত্রিশ) পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে।
এসআই (নিঃ) মোঃ খলিলুর রহমান, অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আমিনুল ইসলাম @ শাহান (৬২), (সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ), পিতা-মৃত নূরুল ইসলাম ভূঁইয়া, মাতা-আম্বিয়া খাতুন, সাং-চারিআনিপাড়া, থানা-নান্দাইল পৌরসভা, জেলা-ময়মনসিংহকে থানা এলাকা হইতে গ্রেফতার করে।
এসআই (নিঃ) রিপন চন্দ্র সরকার, অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। অর্ণব (২২), পিতা-শাকিল আহম্মেদ দিপু, সাং-কেবি ইসমাইল রোড, বুড়াপীরের মাজারের বিপরীতে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে থানা এলাকা হইতে গ্রেফতার করে।
ইহাছাড়াও এসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম, এএসআই (নিঃ) নাজমুল ইসলাম, এএসআই (নিঃ) সুকান্ত দেবনাথ, এএসআই(নিঃ) মোঃ জাবির হোসেন খান, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। মোঃ সাইফুল ইসলাম @ রিপন (৪৪), পিতা-মৃত-বাচ্চু মিয়া, স্থায়ী : গ্রাম- কৃষ্টপুর (কৃষ্টপুর দিলরওশন জামে মসজিদ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। মোঃ জয়নাল (৩২), পিতা-কামরুল ইসলাম, স্থায়ী : গ্রাম- কৃষ্টপুর (কৃষ্টপুর দিলরওশন জামে মসজিদ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। মোঃ অহিদ (২৪), পিতা-আলম, স্থায়ী-১: গ্রাম- কৃষ্টপুর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৪। সেতু (৩২), পিতা-আহম্মদ আলী, স্থায়ী : গ্রাম- পাটগুদাম রোড (পাটগুদাম বিহারী ক্যাম্প) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।