ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে পৃথক অপরাধে ১৬ জন গ্রেপ্তার

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গেলো ২৪ ঘন্টায় পৃথক অপরাধের সাথে জরুরি থাকার দায়ে নগরী ও সদর উপজেলা ভিন্ন ভিন্ন এলাকা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান, সাধারন মানুষের জীবনমান নিরাপদ রাখতে এবং অপরাধী চক্রকে দমন করতে পুলিশের কয়েকটি টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে।
কোতোয়ালী পুলিশ জানান, অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এর নির্দেশে এসআই আল আমীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মো. সাকিব মিয়া (২১), পিতা- মো. আব্দুল মতিন, মাতা- মোছা. নার্গিস বেগম, সাং- চরপাড়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ’কে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই আল আমীন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী মোঃ রিয়াদুল ইসলাম ওরফে রিয়াদ (২৬), পিতা-মোঃ মিলন ইসলাম, মাতা- মোছা. ময়না খাতুন, সাং-খাগডহর মধ্যপাড়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ’কে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই মামলার আসামী ১। মো. রিফাত ইসলাম (২৮), পিতা মৃত-তাজুল ইসলাম, সাং- আলিয়া মাদ্রাসা আকুর মসজিদ সংলগ্ন বলাশপুর, ২/ মো. কাউসার মিয়া (১৯), পিতা-নুরুল ইসলাম, ৩/ মো. রাজিব মিয়া (১৯), পিতা মৃত-হযরত আলী, উভয় সাং- বয়ড়া সুপারী বাগান, থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ’কে কোতোয়ালী মডেল থানাধীন বলাশপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী মো. শাহিন মিয়া (২৮), পিতা-মোঃ নুরু মিয়া (ফরিদ), সাং-মালগুদাম, থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ’কে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা থেকে গ্রেপ্তার করেন ।
এছাড়াও এসআই কুমোদলাল দাস, এসআই মো. সাইফুল ইসলাম, এসআই গোলাম রব্বানী, এএসআই ফরহাদ উদ্দিন, এএসআই কামরুল হাসান, এএসআই আহসান হাবিব ফকির এবং এএসআই আয়েছ মিঞা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত ১০ জনকে গ্রেপ্তার করেন। পরোয়ানাভূক্ত আসামীরা হলেন, ১/ মো. সুলতান হোসেন, পিতা-মৃত নাজিম উদ্দিন, সাং- কিসমত মধ্যপাড়া, থানা- কোতোয়ালী মডেল, ২/ নজরুল ইসলাম (৪০), পিতা-মৃত নবী হোসেন, সাং- চুরখাই জামতলা, থানা- কোতোয়ালী মডেল, ৩/ দিপু মিয়া, পিতা- আঃ সোবহান, সাং- পাটগুদাম রোড, থানা- কোতোয়ালী মডেল, ৪/ মো. মতি মিয়া (৪৫), পিতা- মনির উদ্দিন, সাং- নওমহল, থানা- কোতোয়ালী মডেল, ৫/ কানিজ ফাতেমা মুন্টি, স্বামী-লিয়াকত আলী ওরফে রিপন মিয়া, সাং- চর ঈশ্বরদিয়া শিমুলতলা মোড়, থানা- ময়মনসিংহ সদর, ৬/ মোছাঃ রোবাইয়া ইয়াছমিন রুবি, পিতা-মোঃ আব্দুল মান্নান, গ্রাম- গোহাইল কান্দি পুর্ব, থানা- কোতোয়ালী মডেল, ৭/ উত্তম ঘোষ, পিতা-সুবিযল ঘোষ, সাং- ১৮ নং মৃত্যুঞ্জয় রোড, থানা- কোতোয়ালী মডেল, ৮/ শাহরিয়ার আহাম্মেদ মামুন, পিতা-জালাল উদ্দিন, সাং-১২ কংগ্রেস জুবলীঘাট, থানা- কোতোয়ালী মডেল, ৯/ মোঃ সুলতান হোসেন, পিতা-মৃত নাজিম উদ্দিন, সাং-কিসমত মধ্যপাড়া, থানা- কোতোয়ালী মডেল, ১০/ শ্রী মতি রিনা রবিদাস (৩৯), স্বামী-ভুটনা রবিদাস, সাং-চর ভবানীপুর,থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নুর মোহাম্মদ জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ করা হয়েছে।