ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাইফুল সহ গ্রেফতার-২০

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১৯/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ২০ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) ফিরোজ আলী, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। সাইফুল আলম ফেরদৌস (৬০) (সহ সভাপতি ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ), পিতা- মৃত ফয়েজুল্লাহ, মাতা-মৃত শামছুন্নাহার, সাং- কাটাখালি, জেল রোড, পুলিশ লাইন্স, ২। রেশমা আক্তার (৫০), (আওয়ামীলীগ নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, গফরগাঁও উপজেলা) , পিতা- মৃত আব্দুল মান্নান, স্বামী- আক্তারুজ্জামান, সাং- ২৭/ক আব্দুল মালেক সড়ক, কাচিঝুলি, ৩। মোঃ আব্দুল আল রাসেল (৩৮) (যুবলীগ নেতা), পিতা- মোঃ রিয়াজ উদ্দিন, সাং- ২৭/ক আব্দুল মালেক সড়ক কাচিঝুলি, ৪। মোঃ রুবেল মিয়া (৩৫), (সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক), পিতা-মৃত বাবুল মিয়া, মাতা-রোকিয়া বেগম, সাং-থানারঘাট, ৫। মোঃ তোফাজ্জল হোসেন (৩৮), (ঘাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক), পিতা-মোঃ আঃ বারেক, মাতা-মোছাঃ ফরিদা খাতুন, সাং-মাইজহাটি, ৮নং ওয়ার্ড, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের’ কে কোতোয়ালী থানাধীন দাপুনিয়া বাজার এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) পিন্টু কুমার রায়, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলায় ধৃত আসামী ১। সাগর মিয়া(৩২), পিতা-মৃত রঞ্জু মিয়া, মাতা-শাহিদা বেগম, সাং-পূর্বচনপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, ২। শাহাদাত হোসেন বাবু (৩২), পিতা-জালাল গাজী, মাতা-শাহানা, সাং-চরপাড়া খালপাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন তাজমহল মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) খায়রুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আনোয়ার হোসেন (৩২), (যুবলীগ নেতা), পিতা-মোঃ আঃ বারেক, মাতা-খুদেজা খাতুন, সাং-বাঘাডোবা, ২। মোঃ বিল্লাল হোসেন (৪০), (আওয়ামীলীগ সমর্থক), পিতা-মৃত আঃ রশিদ, মাতা-জীবনন্নেছা, সাং-বীর বওলা, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন অম্বিকাগঞ্জ বাজার এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) সজীব কোচ, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার ১। মনিরুল কাইয়ুম হৃদয় (৩৩), পিতা-আব্দুল হাদী, মাতা-ছালমা বেগম, সাং-৯৬/বি/২ নির্মল আবাসন পুরোহিতপাড়া, ২। বিপ্লব (৩০), পিতা-মৃত সুলতান মিয়া, মাতা-মাজেদা খাতুন, সাং-সানকিপাড়া শেষ মোড়, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) জাহিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। নুরুল আমিন নুরু ওরফে লাল চাঁন (৩০), পিতা-সুলতান ওরফে মদন আলী, মাতা-রেজিয়া খাতুন, সাং-কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা, ২। মোঃ রাজীব (২৯), পিতা-আঃ রহিম, মাতা-ফাতেমা, সাং-কৃষ্টপুর, ৩। রিয়াজ উদ্দিন ওরফে রিয়াজ (২৯), পিতা-মোঃ ফজলুল হক, সাং-কালীবাড়ী রোড, ৪। সোহেল হাসান ওরফে ধইন্যা (৩১), পিতা-মৃত আঃ বারেক, মাতা-পারভীন আক্তার, সাং-কালীবাড়ী রোড, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের’কে কোতোয়ালী থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ) নাজমুল হক, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। সুজন (২৫), পিতা-মৃত বাবুল, সাং-চর কালীবাড়ী মিলগেইট বাজার, ২। রুমান (৪২), পিতা-শাহজাদা, সাং-কৃষ্টপুর নায়েবের তিনতলা পাশে, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ) আনছার আলী, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। সামাদুল মীর (৬৫), পিতা-ইসমাইল মীর, মাতা-আমেনা খাতুন, সাং-রঘুরামপুর সবজিপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এএসআই (নিঃ) আয়েছ মিয়া সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০২ টি সিআর পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মোঃ ফরিদ আহমেদ (শ্রভ্র) (৩২), পিতা-ফখরুদ্দিন, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
২। মোঃ ফরহাদ হোসেন (শান্ত) (২৪), পিতা-ফখরুদ্দিন, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।