ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে কৃষকলীগ নেতাসহ গ্রেফতার ০৩ জন

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৩ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মনোরঞ্জন সিংহ (৪০), সাবেক ০৮নং ওয়ার্ড কৃষকলীগের সেক্রেটারী, পিতামৃত-চিত্ররঞ্জন সিংহ, মাতা-সুভারানী সিংহ, সা্ং-কলহরী, থানা-তারাকান্দা, এপি/সাং-আদমজী পাটগুদাম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম এলাকা হইতে গ্রেফতার করেন ।
র্যাব-১৪ এর অফিসার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ জহিরুল ইসলাম (২০), পিতা-মোঃ বশির উদ্দিন, গ্রাম-উত্তর দাসবাড়ি, থানা- ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন দাপুনিয়া কাতলাসেন এলাকা হইতে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১০০ পিস ইনজেকশন উদ্ধার করেন।
ইহাছাড়াও এএসআই ওমর ফারুক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১টি সিআর পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা
১। মোঃ দুলাল ওরফে ছনো ওরফে জোরল, পিতামৃত-উমেদ আলী, সাং-চর গোবদিয়াস (বড়ই কান্দি) উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।