শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২২ ১৪৩১
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২২ ১৪৩১

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ বীরদের সংবর্ধনা দেয়া হয়

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৫:৫২ পিএম
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ বীরদের সংবর্ধনা দেয়া হয়

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ বীরদের সংবর্ধনা দেয়া হয়।

 

মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের পরিবারবর্গের সংবর্ধনা দেয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব ড. মো: আশরাফুর রহমান এবং সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার জনাব মো: আজিজুল ইসলাম।

সার্বিক তত্ত্বাবানে ও আয়োজনে ছিলো, জেলা পুলিশ, ময়মনসিংহ।

ময়মনসিংহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১:১৮ এম
ময়মনসিংহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহ নগরীর কাচিঝুলি আঞ্জুমান ঈদগাহ পুকুরে অদ্য ০৩/০৪/২০২৫ তারিখ রাত ৮.৩০ ঘটিকায় মোহাম্মদ রায়হান (০৯) নামে শিশু গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে ছেলেটি পুকুরে ডুবে মৃত্যু বরণ করে।

উল্লেখ্য যে, অদ্য ১১.০০ ঘটিকার সময় হতে মোহাম্মদ রায়হান মিয়া (৯),পিতা শাহপরান (৩৫), মাতা শারমিন আক্তার (২৭), গ্রাম: কান্দাপাড়া (বুরোরচর), থানা- সদর, জেলা- ময়মনসিংহ, কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তার পরিবার এক পর্যায়ে জানতে পারে আঞ্জুমান ঈদগাহ মাঠে বন্ধুবান্ধব নিয়ে খেলতে গিয়েছিলো।

এই সূত্র ধরে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুর হতে তার মৃত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

অভিভাবকের অসচেতনতার কারণে এবং সাঁতার না জানার কারণে উক্ত দুর্ঘটনা হয়েছে বলে প্রতিয়মান।

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি ও মাদক মামলার আসামীসহ গ্রেফতার-৫

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৬:৪৬ পিএম
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি ও মাদক মামলার আসামীসহ গ্রেফতার-৫

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-০৩/০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৫ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) মোহাম্মদ সাদ্দাম হোসেন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ জাহিদ হোসেন বিল্লাল (২৩), পিতা-মৃত মোসলেম উদ্দিন, মাতা-হেলেনা আক্তার, সাং-আকুয়া খালপাড় মোড়লবাড়ী, ভাসমান(ফয়সালের বাসায় ভাড়াটিয়া), ২। মোঃ শাকিরুল ইসলাম (২০), পিতা-ফারুক মিস্ত্রি, মাতা-মোছাঃ সুফিয়া খাতুন, সাং-আকুয়া গরুর খোয়ার, চুকাইতলা, ভাসমান,(সাইফুলের বাসায় ভাড়াটিয়া), উভয় থানা-কোতোয়ালী, ৩। মাহফুজ আহম্মেদ(২১), পিতা-মৃত আঃ মোতালেব, মাতা-নাজমা খাতুন, সাং-কালী বাজাইল (আকন্দবাড়ী, দেওখোলা ৫নং ইউপি), থানা-ফুলবাড়ীয়া, ৪। মুরাদ হাসান (২০), পিতা-এরশাদ মিয়া, মাতা-সাবিনা বেগম, সাং-১০নং কেওড়াজানী চান্দের বাজার (জামান মেম্বারের বাড়ীর পাশে), থানা-মুক্তাগাছা, সর্ব জেলা-ময়মনসিংহদের কে কাতলাসেন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ সামাদুল মীর (৫৩), পিতা-মৃত ইসমাইল মীর, মাতা-হালিমা, সাং-রঘুরামপুর উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ কে থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১:৩১ পিএম
ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ ঘটনায় ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা কোনো যাত্রী আহত হয়েছেন কি না তা এখন পর্যন্ত জানা যায়নি।

সাতখামাইর রেলস্টেশন সূত্রে জানা যায়, ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। আগুন নেভাতে স্টেশনের লোকজন কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে আসছেন।