গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১২ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আনোয়ার হোসেন সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া প্রতারনা মামলার আসামী ১। শাফিন সাইফ অর্ণব (২০), পিতা:- মোঃ সাইফুল হক, মাতা:- রাজিয়া খানম, সাং-৪/২ আকুয়া জুবলী কোয়াটার, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে অত্র থানাধীন আকুয়া এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মতিউর রহমান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার আসামী ১। নূর ইসলাম (১৯), পিতা- মৃত আঃ বারেক, মাতা- হারুনা আক্তার, সাং-মেচগাঁও, থানা- তাড়াইল, জেলা- ময়মনসিংহকে অত্র থানাধীন এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) অংকন সরকার সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ আফজাল হোসেন (৪২), পিতামৃত-আঃ রাজ্জাক, সাং-র্যালির মোড়, ২। মোঃ আল আমিন (২৬), পিতা-মোঃ খলিলুর রহমান, সাং-পাটগুদাম আটানী পুকুরপাড়, ৩। মোঃ শামীম মিয়া (৫১), পিতামৃত-নঈম উদ্দিন, সাং-২৭নং নাটক ঘরলেন, সর্ব থানা-কোতোয়ালী, ৪। মোঃ সুজন (৪০), পিতা-ইদ্রিস আলী, মাতা-রেহেনা বেগম, সাং-পাউলি, থানা-ত্রিশাল, সর্ব জেলা-ময়মনসিংহগনদেরকে অত্র থানাধীন র্যালির মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) অংকন সরকার সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ মাহফুজ আহম্মেদ (২৮), আওয়ামীলীগের সমর্থক, পিতা-আঃ মতিন, মাতা-মোছাঃ রহিমা খাতুন, সাং-মধ্য বাড়েরা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন মধ্য বাড়েরা এলাকা হইতে গ্রেফতার করেন।
এছাড়াও র্যাব-১৪ থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। বাবু মিয়া(২২), পিতা-মোঃ সলিম উদ্দিন, মাতা-মোসাঃ লতিফা বেগম, ২। মোঃ সাদেক (৪০), পিতা-মোঃ মজিবুর, মাতা-মোসাঃ জহুরা খাতুন, উভয় সাং-উজান কাশিয়ার চর, পো-অনন্তগঞ্জ, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ, ৩। মোঃ উসমান আলী(২৮), পিতা-মৃত ইমান আলী, সাং-বাগমারা, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, ৪। মোঃ রবিন হোসেন(২৭), পিতা-ফরিদ আহমেদ, মাতা-মোছাঃ আয়েশা খাতুন, সাং-বাগমারা মেডিকেল কলেজ গেইট, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ৫। আব্দুল কাফি (৪০), পিতা-আরফান আলী, মাতা-ফজিলা বেগম, সাং-সোনাখালী, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম হেরোইন ও ০২ কেজি গাঁজা উদ্ধার করেন।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।








