ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ০৫ জন
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৫ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) জাহিদুল হাসান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। মোঃ রবিন মিয়া (২৪), পিতা-মোঃ আব্দুর রহিম, মাতা-আকলিমা বেগম, সাং-৮২নং জেসি গুহ রোড, আদমজী পাটগুদাম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন কেওয়াটখালী এলাকা হইতে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) অংকন সরকার সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ ইসমাইল আহম্মদ (৫০) (১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি), পিতা-মোঃ ইউনুস, মাতামৃত-আনোয়ারা বেগম, সাং-বাঘমারা ব্রাহ্মপল্লী রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।
এসআই (নিঃ) আব্দুল হক সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। ফরহাদ তানভীর তুষার(২৫), পিতা-মোস্তফা হাবীব, মাতা-ফেরদৌস আরা খানম, সাং-উত্তর গন্ডা, আসামী ২। কাউছার মিয়া, পিতা- মৃতঃ রফিকুল ইসলাম, মাতা-সাজেদা খাতুন, সাং-চর গন্ডা, উভয় থানা-কেন্দুয়া, জেলা- নেত্রকোনাদ্বয়কে কক্সবাজর জেলার সদর থানাধীন লালদিঘীর মোড় এলাকা হইতে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।

ইহাছাড়াও এসআই (নিঃ) খোরশেদ আলম থানা এলাকা অভিযান পরিচালনা করিয়া ০১টি সিআর পরোয়ানা ভূক্ত আসামীকে গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ১। জিহাদ, পিতা-মৃত: রফিকুল ইসলাম, সাং-মফিজ উদ্দিন রোড, কাশর, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।









