ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির দায়িত্বে জেলা প্রশাসক: পূর্বের কমিটি বিলুপ্ত

ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে পরিবহন ব্যবস্থা সচল রাখতে ময়মনসিংহ জেলা প্রশাসক জরুরী ভিত্তিতে নিয়ন্ত্রণ গ্রহন করেছে।
বুধবার (১৩-নভেম্বর) জেলা প্রশাসক মোঃ মফিদুল আলম এর সভাপতিত্বে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির মিটিংয়ে সাধারন মালিকগনের উপস্থিতিতে বিকাল ৩ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ে সকলের ঐক্যমতের ভিক্তিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির প্রশাসক মনোনীত করেন। জানা গেছে, মনোনীত প্রশাসকের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি অতিদ্রুত ঘোষনা করা হবে।
ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যবৃন্দের দায়িত্বে থাকা প্রশাসককে সহযোগীতা করা। সকল পরিবহন মালিকগন প্রশাসককে সার্বিক সহযোগিতার অঙ্গীকার করেছে।
উল্লেখ্য, উপস্থিত সকল পরিবহন মালিকগন হাউজে উচ্ছস্বরে প্রতিবাদ জানিয়ে বলেন, “ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতিতে আমিনুল হক শামীমের কোন পেতাত্বা থাকতে পারবেনা”। সেসময় পরিবহন মালিকদের দাবির সাথে একমত পোষন করেন জেলা প্রশাসক ।