ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে দস্যুতা ও চুরি মামলার আসামীসহ গ্রেফতার-৮

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ১৯ /০৩/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৮ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মাকসুমুল হাসান খালিদ, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতা মামলার আসামী ১। মোহন মিয়া (২৫), পিতা- রহিম মিয়া, মাতা-মনোয়ারা বেগম, সাং- কৃষ্টপুর (দক্ষিণ পাড়া ভৈরব রেল গেইটের সামনে), ২। রাহাত হাসান (২৭), পিতা-সাইফুল হাসান, মাতা-মোছাঃ পারভীন, সাং-চুরখাই (বগামারী হাসপাতালের পিছনে), উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানাধীন এলাকা হইতে গ্রেফতার করে ।
এসআই(নিঃ) মোঃ জাহিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ রেজাউল (২৪), পিতা-ফজলুল হক, মাতা-ফজিলা খাতুন, সাং-বায়েরচর, চর গৌবিন্দ, ২। মোঃ কামরুজ্জামান টনি (৩২), পিতা-আব্দুল সালাম, মাতা-খালেদা বেগম, সাং-হাবুন বেপারী মোড়, আকুয়া মোড়লপাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন এলাকা হইতে গ্রেফতার করে।
ইহাছাড়াও এসআই মাসুদ জামালী, এসআই মোঃ সাইফুল ইসলাম, এএসআই ফরহাদ উদ্দিন, এএসআই সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। সুব্রত বীন (২৮), পিতা-মৃত গণেষ বীন, স্থায়ী: গ্রাম- চর জেলখানা (বীন পাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। প্রসেনজিৎ বীন (৩২), পিতা-মৃত প্রশান্ত বীন, স্থায়ী: গ্রাম- চর জেলখানা (বীন পাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। সাগর বীন (৩১), পিতা-শংকর বীন, স্থায়ী: গ্রাম- চর জেলখানা (বীন পাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৪। বিজয় চৌধুরী (৩০), পিতা-টকবক চৌধুরী, স্থায়ী: গ্রাম- চর জেলখানা (বীন পাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।