শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২২ ১৪৩১
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২২ ১৪৩১

নিউজ এইট

প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৫ ডেমো নিউজ এইট

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৫:৩০ পিএম
প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৫ ডেমো নিউজ  এইট

আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে রিয়া। আজ আমার অষ্টম মঙ্গলা। মনটা আমার বেশ খুশি খুশি এটা কখনোই বলতে পারবো না। না, আপনারা যা ভাবছেন ভুল। আপনারা বলবেন বিয়েটা তো আমি নিজেই নিজের ইচ্ছেয় করেছি তাহলে আপত্তিটা কোথায়?

যেটুক খুশি আমায় দেখছেন সেটা আমি বাপের বাড়ি যাচ্ছি বলে শুধু মনটা খুশি। কিন্তু আগামী পরশু আমি আর আমার বর বাবাজীবন যাচ্ছি প্রথমবার একসাথে ঘুরতে থুড়ি মধুচন্দ্রিমা যাপনে। তাই এতো চিন্তা। আসলে অভি আমার ফোনে কথা বলছে না ঠিক মতো সেই বিয়ে দিন থেকে। অথচ ওর কথা বিয়েটা আমি করলাম।

ও হ্যাঁ ভুলেই গেছি, আপনাদের সাথে তো আমার বরের এখনো পরিচয় করাইনি। আমার বর বুবাই দা। আমাদের পরিচয় প্রায় সাত বছর হতে চলল। সেই যখন ক্লাস নাইন আমি যাচ্ছিলাম ঝড়ের বেগে সাইকেল চালিয়ে টিউশন পড়তে। তখন আমি সাইকেল চালানোতে ছেলেদেরও হার মানাই। তো সেই ঝড়ের বেগের সাইকেল এ ধাক্কা লাগলো এক শান্ত সৌম্য নিরীহ ছেলের। সেই ছেলেটিই এই আমার পতিদেব মিস্টার মানব মন্ডল। বিদেশে চাকরি করে কিছু পয়সা-করি করে আজ আমাকে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় কিছু পাওয়া হয়ে গেছে বলে দাবি করছে।

আজকাল বুবাই হাসতে হাসতে বলে “ধাক্কাটা সেদিন শরীরে লেগেছিল না হৃদয়ে কে জানে”। যাক গে ওর কথা বাদ দিন। তো সেই ঘটনার পর অনেক ওঠানামা আর ভুল বোঝাবুঝি ঠিক বোঝাবুঝির পর আজ আমাদের অষ্টম মঙ্গলা। সে গল্প না হয় আর এক দিন করব। ফিরে আসি আজকের দিনে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি অভি সাথে হানিমুন যাবো পাহাড়ে। আমার এই ‘আপাত শান্ত মনের দুরন্ত’ বর কে নিয়ে একটু ঘুরতে যাবো।

কিন্তু অভি ফোন ধরছে না কেন? ও বলেছিলো দার্জিলিং যে হোটেলটা ও বুকিং করেছে সেটা ওর বিশেষ জানাশোনা। বুবাই এর গল্পটি ওখানে শেষ করে আমি ওর সম্পত্তিতে রাজ করবো। আমি রাজি হয়ে গিয়েছিলাম কিন্তু এখন মনটা মানছে না। একটা মানুষের জীবন শেষ করে দেবো, লোকটা তো আমাকে পাগলের মতো ভালোবাসে।

যাক বাঁচা গেলো আজ আমার জন্মদিন। সারপ্রাইজ হিসেবে একটা দলিল উপহার দিয়েছেন বুবাই আমাকে। লাটাগুড়িতে একটা কটেজ কিনেছেন উনি আমার জন্য হানিমুনে যাবো আমরা ওখানেই। সারাদিন বেশ ভালো কাটলো কিন্তু মন খারাপ হলো বিকাল বেলায়।

আমার আর উনার মামাতো বোন অয়ন্তিকার জন্মদিন এক দিনে বিকালে একটা সারপ্রাইজ পার্টি আয়োজন করা হয়েছিল। আর সেখানেই আমার জন্য ছিলো আরো একটা সারপ্রাইজ। অভি আর অয়ন্তিকার এঙ্গেজমেন্ট। অথচ আমাদের বিয়েতেই ওদের আলাপ। শিল্পপতির মেয়ে বলে বোধহয় অতো তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অভি।

বাড়ি ফিরে মনটা কিছুতেই ভালো করতে পারলাম না। শুয়ে পরলাম। উনি বললেন “তোমার মোবাইলটা দেবে একটু একটা গেমস খেলবো। দিয়ে দিলাম।” কি ধরণের মানুষ এই লোকটি কে জানে! কি ধাতুর তৈরি কে জানে? আজ উনি অভি আর আমার ঝগড়াটা দেখেছেন। অভি স্পষ্ট বলেছে, আমি বুবাইকে ঠকিয়েছি তাই ও আমাকে ঠকিয়ে কোনো ভুল করেনি।

সকাল বেলায় উঠে আরো একটা সারপ্রাইজ। অভি আয়ন্তিকাও আসলো আমাদের সাথে। দিনটা ভালো কাটলো। মানে আমি চেষ্টা করলাম সব কিছু ভুলে নতুন করে শুরু করতে। অভি বোধহয় আমাকে কোনদিন ভালোবাসে নি। ও বেশ নির্লিপ্ত। অয়ন্তিকাকে খুশি করতে ব্যাস্ত। আয়ন্তিকা হঠাৎ ঠিক করলো বাইক রেসিং করবে। আমি আপত্তি করলাম ঠিকই কিন্তু বুবাই এর ওপর জোর খাটানোর অধিকার বোধহয় আমার হয়নি এখনো। তাই বেশি জোর ফলাতে চাইলাম না। তবে মনে মনে চাইলাম একটা দিনের জন্যে হিরো হোক সবার চোখে।

ময়মনসিংহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১:১৮ এম
ময়মনসিংহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহ নগরীর কাচিঝুলি আঞ্জুমান ঈদগাহ পুকুরে অদ্য ০৩/০৪/২০২৫ তারিখ রাত ৮.৩০ ঘটিকায় মোহাম্মদ রায়হান (০৯) নামে শিশু গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে ছেলেটি পুকুরে ডুবে মৃত্যু বরণ করে।

উল্লেখ্য যে, অদ্য ১১.০০ ঘটিকার সময় হতে মোহাম্মদ রায়হান মিয়া (৯),পিতা শাহপরান (৩৫), মাতা শারমিন আক্তার (২৭), গ্রাম: কান্দাপাড়া (বুরোরচর), থানা- সদর, জেলা- ময়মনসিংহ, কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তার পরিবার এক পর্যায়ে জানতে পারে আঞ্জুমান ঈদগাহ মাঠে বন্ধুবান্ধব নিয়ে খেলতে গিয়েছিলো।

এই সূত্র ধরে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুর হতে তার মৃত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

অভিভাবকের অসচেতনতার কারণে এবং সাঁতার না জানার কারণে উক্ত দুর্ঘটনা হয়েছে বলে প্রতিয়মান।

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি ও মাদক মামলার আসামীসহ গ্রেফতার-৫

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৬:৪৬ পিএম
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি ও মাদক মামলার আসামীসহ গ্রেফতার-৫

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-০৩/০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৫ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) মোহাম্মদ সাদ্দাম হোসেন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ জাহিদ হোসেন বিল্লাল (২৩), পিতা-মৃত মোসলেম উদ্দিন, মাতা-হেলেনা আক্তার, সাং-আকুয়া খালপাড় মোড়লবাড়ী, ভাসমান(ফয়সালের বাসায় ভাড়াটিয়া), ২। মোঃ শাকিরুল ইসলাম (২০), পিতা-ফারুক মিস্ত্রি, মাতা-মোছাঃ সুফিয়া খাতুন, সাং-আকুয়া গরুর খোয়ার, চুকাইতলা, ভাসমান,(সাইফুলের বাসায় ভাড়াটিয়া), উভয় থানা-কোতোয়ালী, ৩। মাহফুজ আহম্মেদ(২১), পিতা-মৃত আঃ মোতালেব, মাতা-নাজমা খাতুন, সাং-কালী বাজাইল (আকন্দবাড়ী, দেওখোলা ৫নং ইউপি), থানা-ফুলবাড়ীয়া, ৪। মুরাদ হাসান (২০), পিতা-এরশাদ মিয়া, মাতা-সাবিনা বেগম, সাং-১০নং কেওড়াজানী চান্দের বাজার (জামান মেম্বারের বাড়ীর পাশে), থানা-মুক্তাগাছা, সর্ব জেলা-ময়মনসিংহদের কে কাতলাসেন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ সামাদুল মীর (৫৩), পিতা-মৃত ইসমাইল মীর, মাতা-হালিমা, সাং-রঘুরামপুর উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ কে থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১:৩১ পিএম
ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ ঘটনায় ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা কোনো যাত্রী আহত হয়েছেন কি না তা এখন পর্যন্ত জানা যায়নি।

সাতখামাইর রেলস্টেশন সূত্রে জানা যায়, ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। আগুন নেভাতে স্টেশনের লোকজন কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে আসছেন।