ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার আমিনুল ইসলাম
ময়মনসিংহ রেঞ্জের সেপ্টেম্বর-২০২৫ মাসের “শ্রেষ্ঠ জেলা” ও “শ্রেষ্ঠ পুলিশ সুপার” নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ আমিনুল ইসলাম।
বুধবার (২৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আভিযানিক সাফল্য, জনসেবামূলক কার্যক্রম ও অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে শেরপুর জেলা পুলিশকে “শ্রেষ্ঠ জেলা” হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
রেঞ্জ ডিআইজি মহোদয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে রেঞ্জাধীন জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই অর্জন শেরপুর জেলা পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তারা।












