লাশকাটা ঘরে মৃত মেয়েকে ধর্ষণ, গ্রেফতার ডোম আবু সাঈদ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত এক মেয়েকে ধর্ষণের জঘন্য ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের মর্গ সহকারী (ডোম) আবু সাঈদকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাতে এক তরুণীর লাশ পোস্টমর্টেমের জন্য হাসপাতালের মর্গে আনা হয়। পরদিন সকালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পোস্টমর্টেমের সময় লাশে ধর্ষণের আলামত দেখতে পান।
ডা. [নাম প্রকাশে অনিচ্ছুক] বিষয়টি সন্দেহজনক মনে করে দ্রুত কোতোয়ালী মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালিয়ে মর্গ কর্মচারী আবু সাঈদকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এটি একটি নৃশংস ও মানবতাবিরোধী অপরাধ। অভিযুক্তকে আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্টের বিস্তারিত পাওয়ার পর মামলা রেকর্ড করা হবে।”
ঘটনার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানায়। হাসপাতাল কর্তৃপক্ষও এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।









