ময়মনসিংহে প্রশাসনের নীরব ভূমিকায় পরোয়ানাভুক্ত আসামীরা প্রকাশ্যে

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা গ্রামের ৩২৬ মামলার দুই আসামীরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশের নীরব ভূমিকায় ধরা ছোঁয়ার বাইরে রয়েছে বলে জানান উক্ত মামলার বাদী মোঃ নজরুল ইসলাম।
জি আর ১৯২/২১ নং মামলাটি দীর্ঘ ৪ বছর পরে বিজ্ঞ সিনিঃ জুডিঃ ম্যাজিঃ ৬নং আদালত ময়মনসিংহ স্বপ্রণোদিত হলে পলাতক আসামীদেরকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত করেন
বাদীর অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশের চোখে পড়ছে না। তারাকান্দা থানায় মামলা নং-০২(১২)২১জি আর ১৯২/২১ ধারাঃ ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ মামলার আসামীরা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ঢাকায় ও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আসামী বাংলাদেশ ছাত্রলীগ, তারাকান্দা উপজেলা শাখার অর্ন্তগত ৫নং বালিখাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসাইন মনি, পিতা: নুরুল ইসলাম এবং মাজহারুল ইসলাম (শুক্কুর), পিতা: মোঃ আঃ কাদের (ডানডু)।
পরোয়ানার কাগজপত্র পাওয়ার ৮ মাস হয়ে গেলেও আসামী ধরছে না তারাকান্দা থানা পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান সকল অভিযোগ অস্বীকার করে বলেন আমরা আসামী ধরার চেষ্টা করছি।
আসামীদের গ্রেফতার না করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।