ময়মনসিংহ সদর উপজেলার ঐতিহ্যবাহী অষ্টধার বাজারটি রক্ষাকরা সময়ের দাবি

ময়মনসিংহ সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা হলো অষ্টধার বাজার এটি সদর উপজেলা হতে প্রায় ৩২ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। অষ্টধার কালিবাড়ি বাজার ও নদীর ঘাট একটি ঐতিহ্যবাহী স্থান।
আশেপাশে নতুন যতগুলো বাজার হয়েছে তার মাঝে সবচেয়ে পুরনো কালিবাড়ি যা বর্তমানে অষ্টধার বাজার নামে পরিচিত।
ভৌগলিক অবস্থান এর কারণে বাজার ও ঘাটটি আশেপাশের উপজেলা গুলোতেও খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকট ও নদী খনন এর ফলে নদী থেকে বাজারের আসা-যাওয়ার কোন ব্যবস্থা নেই।
তাছাড়া অনিয়ন্ত্রিত জমা তোলার কারণে অল্প মালামাল নিয়ে কৃষকরা এই বাজারে আসতে চাননা।
রেহাই তারাপুর-তারাপুর সেনেরচর এর লোকজনের যাতায়াতের সুবিধার জন্য মহিষমারী নদীর ঘাট থেকে নামাকায়দা পাড়া পর্যন্ত দুইটি নতুন রাস্তা নির্মাণ করা হলেও কৃষকদের যাতায়াত খরচ বেশি হওয়ার জন্য তারা অষ্টধার বাজারে আসতে চান না।
বাজার থেকে বর্তমান নদীর পার পর্যন্ত যাতায়াতের সুবিধার্থে পরিকল্পনা করা হলেও আর্থিক বরাদ্দের সীমাবদ্ধতা রয়েছে।
গত অর্থ বছরে বাজারের ইজারা মূল্য ছিলো প্রায় ১৪লক্ষ টাকা এবং সর্ব শেষ শিকদার পাড়া-অষ্টধার ঘাটের ইজারা ছিলো প্রায় কয়েক লক্ষ টাকা।
তাই ঘাট এবং বাজার ইজারা না হওয়ার কারণে সরকার যেমন প্রায় ২০লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে তেমনি সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধাও সৃষ্টি হয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন দেওয়া হয়েছে একটি ভাসমান ব্রিজ ও রাস্তা তৈরির জন্য। এই ভাসমান ব্রীজটি নির্মিত হলে ঐতিহ্যবাহী অষ্টধার বাজারের সাথে চরাঞ্চলের মানুষের উক্ত বাজারটিতে আসা- যাওয়ার বিশেষ সুবিধা হতো এতে বাজারটি ফিরে পেতো তার পুরনো ঐতিহ্য।
উল্লেখ্য যে ইতিমধ্যেই উক্ত বাজারটি রক্ষার জন্য অষ্টধার ইউনিয়ন বাসীর পক্ষে ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।