ময়মনসিংহে হচ্ছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম

রাজধানী ঢাকার সন্নিকটে বিভাগীয় সদর ময়মনসিংহে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম স্থাপনের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে স্টেডিয়াম স্থাপনের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন করেন তিনি। স্টেডিয়াম স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের জন্য ময়মনসিংহ নগরীর সদর উপজেলার বাদে কল্পা মৌজায় ২০ একর জমি অধিগ্রহণসহ প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে একটি প্রস্তাব প্রস্তুত করছে ক্রীড়া মন্ত্রণালয়।
মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘ক্রিকেট স্টেডিয়ামটি স্থাপন নির্মিত হলে দেশি-বিদেশি আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামকে ঘিরে এখানে পাঁচতারা মানের হোটেলসহ অন্যান্য অবকাঠাম গড়ে উঠবে সেই সঙ্গে ময়মনসিংহের চেহারাও পাল্টে যাবে। এই স্টেডিয়ামটি স্থাপনের জায়গা নির্ধারণ করার ব্যাপারে বিগত সাত বছর ধরে ক্রীড়া মন্ত্রণালয়ের লোকজন যোগাযোগ করলেও আলোর মুখ দেখেনি ক্রিকেট স্টেডিয়াম স্থাপনের প্রকল্পটি।’
তিনি আরো বলেন, ‘দেশের যুবসমাজকে খেলাধুলার পাশাপাশি সামাজিক কাজে দক্ষতা অর্জনের জন্য সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি জানান, ময়মনসিংহে প্রস্তাবিত আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি হলে ঐতিহ্যবাহী ময়মনসিংহের ছেলে-মেয়েরা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় আরো কৃতিত্ব বয়ে আনবে। সম্প্রতি সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪ শিরোপা অর্জনে জাতীয় মহিলা ফুটবল দলে ৯ জন নারী খেলোয়াড় ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর ও নান্দাইলের সন্তান।
জাতীয় পর্যায়ে খেলাধুলায় ময়মনসিংহের অবদান অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, ‘তাই এ অঞ্চলে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটিকে আন্তর্জাাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা হবে।
নবগঠিত ময়মনসিংহ বিভাগের ওপর সরকারের বিশেষ দৃষ্টি থাকার কথা জানিয়ে ক্রীড়াসচিব বলেন, সরকার ময়মনসিংহকে খেলাধুলার তীর্থভূমি হিসেবে গড়ে তুলতে চায়। শিগগিরই এখানে একটি ইনডোর স্টেডিয়ামও নির্মাণ করা হবে।’
স্টেডিয়ামের জন্য জায়গা পরিদর্শনকালে যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিষদের প্রকল্প প্রকৌশলী মো. নাজিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আল লামিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, বিএনপি নেতা এনামুল হক আকন্দ লিটনসহ আরো অন্য নেতারা।