
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ২৩ /০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৮ জন আসামী গ্রেফতার করা হয়। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান
পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব সাজেদ কামাল, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ জুয়েল মিয়া (৪২), পিতা- মৃত-বাবুল মিয়া, মাতা- মোছাঃ ফিরোজা বেগম, সাং-চরকালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-পূর্বপাড়া (বনপাড়া) (তারাকান্দা থানার পিছনে), খানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মাহবুব আলম ফকির সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ নজরুল ইসলাম (৩৫), পিতা-আবু বক্কর, সাং-চর দড়িকুষ্টিয়া মধ্যপাড়া, ২। মোঃ কামরুজ্জামান উজ্জল (৫০), (আওয়ামীলীগ সমর্থক), পিতা-মৃত রহিম উদ্দিন, মাতা-মৃত জরিনা খাতুন, স্থায়ী ঠিকানা-ইসবপুর, পোঃ ভবের বাজার, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোণা, এ/পি-৬/ক কলেজ রোড, উভয় থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোহাম্মদ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ মেহেদী হাসান ওরফে বিশাল(২৫), পিতা-হেলাল, সাং-দাপুনিয়া খেলার মাঠ, ১১নং ঘাগড়া ইউনিয়ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) আল আমীন, এএসআই শওকত হোসেন, এএসআই স্বপন আকন্দ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪ টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। জাকির হোসেন (), মৃত রহমত আলী, স্থায়ী : গ্রাম- মহজমপুর (কান্দাপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। মোছাঃ নূর জাহান বেগম (৪১), পিতা-/স্বামী: মোঃ মজিবর রহমান, স্থায়ী : গ্রাম- চর নিলক্ষীয়া (দিঘলপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। মোঃ আঃ লতিফ মিয়া (৪৩), পিতা-মৃত- হযরত আলী, স্থায়ী: গ্রাম- বৈঠামারী, উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৪। নবী হোসেন ওরফে নবীন (), পিতা-মৃতঃ শামসুদ্দিন ওরফে সামু, স্থায়ী-১: গ্রাম- চুরখাই (জামতলী, বন্দের বাড়ী) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।