ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অদ্য ১১/০৪/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার অভিযান পরিচালনা করে মোট ১৪ জন আসামী গ্রেফতার করে। একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম খান।
এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার আসামী ১। অমর সিং (২৩), পিতা-লক্ষন সিং, মাতা-শীতা রানী সিং সাং-শম্ভুগঞ্জ, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোহাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ মোস্তাফিজুর রহমান (৪৬), (৫নং সিরতা ইউপির সাবেক ছাত্রলীগের সভাপতি), পিতা-আব্দুর রশিদ, মাতা-মনোয়ারা বেগম, সাং-চর খরিচা, সিরতা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চর কালিবাড়ী এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ রাকিব (২৩), পিতা-আব্দুল মতিন, মাতা-জাহানারা, সাং-বাগুদা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন ।
এসআই (নিঃ) খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ মজিবুর রহমান (৩৫), পিতা-মৃত আব্দুল মজিদ, মাতা-রহিমা খাতুন, সাং-৭৬ আকুয়া মাদ্রাসা কোয়াটার্স লিচু বাগান, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকা হইতে গ্রেফতার করেন।
মাদক দ্রব্য সংস্থা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী মোঃ শাহিন মিয়া (২৮), পিতা-মোঃ কানু মিয়া, মাতা-আম্বিয়া বেগম, সাং-কাশিনগর (মধ্যপাড়া কুশাইহাটি), থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) রিপন চন্দ্র সরকার, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, এএসআই (নিঃ) শেখ হাবিবুর রহমান, সুকান্ত দেবনাথ, ওমর ফারুক, কামরুল ইসলাম, রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৯ টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। ফারুক মিয়া (৩৫), পিতা-লাল মিয়া, স্থায়ী : গ্রাম- চর নিলক্ষীয়া (দিঘলপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ
২। মাছুম মিয়া , পিতা-আবুল কাশেম, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৩। হানিফ মিয়া , পিতা-আবুল কাশেম, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৪। আমিনুল , পিতা-আঃ জব্বার, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৫। উসমান গনি, পিতা-আবুল কাশেম, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৬। মাসুদ, পিতা-আবুল কাশেম, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৭। চাঁন মোহাম্মদ, পিতা-মৃত জনাব আলী, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৮। আঃ জব্বার, পিতা-মৃত জনাব আলী, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৯। শাহজাহান, পিতা-মৃত আঃ হাই, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।