শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ৩০ ১৪৩১
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ৩০ ১৪৩১

ময়মনসিংহে চরাঞ্চলের ত্রাস শাহীনসহ ১৮ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৭:২৯ পিএম
ময়মনসিংহে চরাঞ্চলের ত্রাস শাহীনসহ ১৮ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-১০/০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৮ জন আসামী গ্রেফতার করা হয়।

ইন্সপেক্টর (নিরস্ত্র) জনাব সজীব কুমার বাড়ৈ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সন্ত্রাস বিরোধী/বিশেষ ক্ষমতা মামলার আসামী ১। মোসাঃ আসমাউল হোসনা (২৩), পিতা- আজিমুল্লাহ, স্বামী- সলিমুল্লাহ, সাং- আনডাং, মংডু, আরাকান, মায়ানমার, এ/পি সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং-৪, ব্লক-সি, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার, ২। মোসাঃ শাহিনা (২২), পিতা- সৈয়দুল ইসলাম, মাতা-রোকিয়া, সাং-কাউয়ার বিল, মংডু, আরাকান, মায়ানমার, এ/পি থ্যাংখালী রোহিঙ্গা ক্যাম্প নং-১৩, থানা- উখিয়া, জেলা-কক্সবাজারদ্বয়কে বিজ্ঞ আদালত কর্তৃক ০২(দুই) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করিলে উক্ত আসামীদ্বয়কে থানা হেফাজতে আনিয়া মামলার মূল রহস্য উদ্ঘাটনের নিমিত্তে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়

এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ সাকিব মোল্লা (২৫), পিতা-মৃত বাদল মোল্লা, মাতা-মোছাঃ রানু বেগম, সাং-আকুয়া মোড়লপাড়া, থানা-কোতোয়ালী, ২। মোঃ সাহাবুদ্দিন (৪৫), পিতা-মোঃ শামছুল হক ফকির, মাতা-দুরেজা খাতুন, সাং-সাদুল্লাহপুর, থানা-তারাকান্দা, এ/পি সাং-আকুয়া (সালাম সরকারের ছাত্রাবাসের বিপরীতে), থানা-কোতোয়ালী, ৩। মোঃ রবিন মিয়া (২৬), পিতা-মোঃ মতি মিয়া, মাতা-মোছাঃ শাহিদা বেগম, সাং-আরকে মিশন রোড, থানা-কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) অন্তিরানী সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আকারুল (২২), পিতা-জবান আলী, মাতা-খালেদা জিয়া, ২। মোছাঃ হালিমা খাতুন (৪৫), স্বামী-মোঃ লাল মিয়া, উভয় সাং-চক শ্যামরামপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) মোঃ গোলাম রব্বানী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ আবু সাঈদ (২১), পিতা-মোঃ রুহুল আমিন (মস্তান), মাতা-সাহিদা পারভীন, সাং-৬০/জে/০৫ আরকে মিশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন ।

এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। নয়ন দাস(২৯), পিতা-মৃত বাবুল দাস, মাতা-চুমকি রানী দাস, সাং-কালীপুর, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, এ/পি-সড়াইপাড়া, থানা-পাড়ার তলী, চট্টগ্রাম, ২। রোমান (২০), পিতা-নুর ইসলাম, মাতা-মাজেদা খাতুন, ৩। মোঃ রাকিব (২১), পিতা-দুলাল, মাতা-জাহানারা, উভয় সাং-কেওয়াটখালী আইলসার মোড়, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) আল আমীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। সিদ্দিকুর রহমান শাহীন(৩২) (আওয়ামীলীগ সদস্য ৭নং চর নিলক্ষিয়া ইউপি), পিতা-মৃত হাজী মোহাম্মদ শামছুল হক, মাতা-রহিমা খাতুন, সাং-রাঘবপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) মাহবুব আলম ফকির, এএসআই ফরহাদ উদ্দিন, কামরুল হাসান, আয়েছ মিঞা মোঃ সাইফুল ইসলাম, স্বপন আকন্দ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৬ টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।

পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-

১। ফয়সাল আহাম্মেদ (৫৫), পিতা-মৃত: কেডু মিয়া, স্থায়ী: গ্রাম- বাঘমারা (১৭ নং ওয়ার্ড, পানির ট্যাংকি সংলগ্ন) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

২। মোঃ আমিরুল ইসলাম (), সাহেব আলী, সাং- চর ইশ্বরদিয়া,(চরকালীয়াবাড়ী), থানা/উপজেলা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ।

৩। মোঃ শহীদুল্লাহ (৪৬), পিতা-মৃত আব্দুর রহমান, স্থায়ী : হাল সাকিন- মুমিনুন্নিসা এক্সেল টাওয়ার ২য় তলা ০৮ নং মনমোহন নিয়োগী রোড পন্ডিতপাড়া , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

৪। মোছাঃ শেফালী খাতুন (), স্বামী- ইউসুফ, স্থায়ী: (সাং- কাউনিয়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

৫। মোঃ ইউসুফ আলী (), পিতা-মৃত জন্থর আলী, স্থায়ী: গ্রাম- কাউনিয়া, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

৬। মোঃ দিদারুল ইসলাম (), পিতা-মোঃ আওয়াল, স্থায়ী: গ্রাম- সুতিয়াখালী (সুতিয়াখালী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-১০

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৭:৪১ পিএম
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-১০

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-১২/০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়। একটি প্রেস বিজ্ঞপির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান।

এসআই (নিঃ) মোঃ আশিকুর রহমান তুহিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী আহসান হাবিব শ্রাবন (৩০), পিতা-হালিম মিস্ত্রী, মাতা-সরুভী, সাং-আকুয়া দরগাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতা মামলার আসামী ১। জনি কুমার সরকার (৩৫), পিতা-মৃত প্রবীর কুমার সরকার, মাতা-স্বপ্না রানী সরকার, সাং-আমলাপাড়া, ২৪/বি টিএনআই রোড থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন ।

এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ধর্ষন মামলার আসামী ১। আনন্দ ঋষি (২৬), পিতা-মৃত আহালু ঋষি, মাতা-শ্রী মতি স্বপ্না রানী, সাং-বরিয়ান ঋষিপাড়া বেগুনবাড়ী, ৯নং খাগডহর ইউপি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন ।

কোতোয়ালী থানার অভিযান টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আবু বক্কর সিদ্দিক দুলাল(৫৫), (ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক যুবলীগের আহবায়ক এবং জেলা পরিষদের সদস্য) পিতা-আলহাজ্ব আব্দুর জব্বার ভূইয়া, মাতা-মৃত রাবেয়া খাতুন, সাং-ঈশ্বরগঞ্জ, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ ফরিদ আহম্মেদ সবুজ (৩৮), (যুবলীগের সদস্য), পিতা-মোঃ হাবিবুর রহমান, মাতা-মাজেদা খাতুন, সাং-আকুয়া মোড়লপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

র‌্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ জয়নাল আবেদীন (৪০), পিতা-মোঃ মোকছেদ আলী শেখ, মাতা-মোছাঃ আজিরন নেছা, স্থায়ী সাং-আলগারচর, থানা-ফুলছড়ি, জেলা-গাইবান্ধা, এ/পি সাং-জিগাবাড়ী, ডাকঘর-এরেন্ডাবাড়ি, থানা-ফুলছড়ি, জেলা-গাইবান্ধাকে কোতোয়ালী মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করেন ।

ইহাছাড়াও এসআই (নিঃ) কুমোদলাল দাস, এএসআই মনোয়ার হোসেন, ফরহাদ উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪ টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।

পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-

১। অমিত হাসান (৩২), পিতা-সেলিম উদ্দিন,, স্থায়ী: গ্রাম- সানকি পাড়া (নর্থ) (৬১/গ সানকি পাড়া ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।

২। মোঃ শাহ আলম (), পিতা-মোঃ আব্দুর রশিদ, স্থায়ী: (আকুয়া মোড়লপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

৩। মোঃ শাহাব উদ্দিন (), পিতা-মোঃ মোফাজ্জল হোসেন, স্থায়ী : গ্রাম- চর ভবানীপুর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

৪। মোঃ বাদল সরকার (), পিতা-মৃত: শহর আলী, স্থায়ী: গ্রাম- কৃষ্টপুর (সাং: দৌলত মুন্সী রোড) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

মার্চ ফর গাজা

রাজধানীর সব পথ মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৩:১৫ পিএম
রাজধানীর সব পথ মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে আসা জনস্রোতে রাজধানী সব পথ যেন মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে এসে।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ আয়োজিত এ কর্মসূচিতে শনিবার (১২ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, রাজধানীর পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট, শিক্ষা ভবন হয়ে দোয়েল চত্বর দিয়ে এবং চানখারপুল থেকে সরাসরি দোয়েল চত্বর দিয়ে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে অংশ গ্রহণকারীরা।

কর্মসূচিতে অংশ নিতে বাসে, পিকআপ, রিকশা, পায়ে হেঁটে এবং একজনকে ঘোড়ায় চড়েও আসতে দেখা গেছে।

এছাড়া বাংলামোটর থেকে আসা মিছিল শাহবাগ হয়ে রমনা গেট দিয়ে,

কাকরাইল মোড় হয়ে আসা মিছিল মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট গেট দিয়ে, বকশীবাজার মোড় দিয়ে আসা মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় দিয়ে আসা মিছিল ভিসি চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে সোহরাওয়ার্দীর সমাবেশে যোগ দিচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে কর্মসূচি উপলক্ষে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো—শনিবার টিএসসির মেট্রো স্টেশন বন্ধ থাকবে ও সব পরীক্ষার্থীর জন্য রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে।

আয়োজক সংগঠন জানায়, মঞ্চ থেকে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হবে।

পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হবে।

এ কর্মসূচিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামি বক্তা যোগ দেবেন।

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার-১৪

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৭:২৮ পিএম
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার-১৪

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অদ্য ১১/০৪/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার অভিযান পরিচালনা করে মোট ১৪ জন আসামী গ্রেফতার করে। একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম খান।

এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার আসামী ১। অমর সিং (২৩), পিতা-লক্ষন সিং, মাতা-শীতা রানী সিং সাং-শম্ভুগঞ্জ, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) মোহাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ মোস্তাফিজুর রহমান (৪৬), (৫নং সিরতা ইউপির সাবেক ছাত্রলীগের সভাপতি), পিতা-আব্দুর রশিদ, মাতা-মনোয়ারা বেগম, সাং-চর খরিচা, সিরতা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চর কালিবাড়ী এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ রাকিব (২৩), পিতা-আব্দুল মতিন, মাতা-জাহানারা, সাং-বাগুদা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন ।

এসআই (নিঃ) খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ মজিবুর রহমান (৩৫), পিতা-মৃত আব্দুল মজিদ, মাতা-রহিমা খাতুন, সাং-৭৬ আকুয়া মাদ্রাসা কোয়াটার্স লিচু বাগান, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকা হইতে গ্রেফতার করেন।

মাদক দ্রব্য সংস্থা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী মোঃ শাহিন মিয়া (২৮), পিতা-মোঃ কানু মিয়া, মাতা-আম্বিয়া বেগম, সাং-কাশিনগর (মধ্যপাড়া কুশাইহাটি), থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) রিপন চন্দ্র সরকার, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, এএসআই (নিঃ) শেখ হাবিবুর রহমান, সুকান্ত দেবনাথ, ওমর ফারুক, কামরুল ইসলাম, রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৯ টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।

পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-

১। ফারুক মিয়া (৩৫), পিতা-লাল মিয়া, স্থায়ী : গ্রাম- চর নিলক্ষীয়া (দিঘলপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ

২। মাছুম মিয়া , পিতা-আবুল কাশেম, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

৩। হানিফ মিয়া , পিতা-আবুল কাশেম, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

৪। আমিনুল , পিতা-আঃ জব্বার, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

৫। উসমান গনি, পিতা-আবুল কাশেম, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

৬। মাসুদ, পিতা-আবুল কাশেম, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

৭। চাঁন মোহাম্মদ, পিতা-মৃত জনাব আলী, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

৮। আঃ জব্বার, পিতা-মৃত জনাব আলী, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

৯। শাহজাহান, পিতা-মৃত আঃ হাই, স্থায়ী: গ্রাম- বিজয়নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।