ময়মনসিংহে চরাঞ্চলের ত্রাস শাহীনসহ ১৮ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-১০/০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৮ জন আসামী গ্রেফতার করা হয়।
ইন্সপেক্টর (নিরস্ত্র) জনাব সজীব কুমার বাড়ৈ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সন্ত্রাস বিরোধী/বিশেষ ক্ষমতা মামলার আসামী ১। মোসাঃ আসমাউল হোসনা (২৩), পিতা- আজিমুল্লাহ, স্বামী- সলিমুল্লাহ, সাং- আনডাং, মংডু, আরাকান, মায়ানমার, এ/পি সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং-৪, ব্লক-সি, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার, ২। মোসাঃ শাহিনা (২২), পিতা- সৈয়দুল ইসলাম, মাতা-রোকিয়া, সাং-কাউয়ার বিল, মংডু, আরাকান, মায়ানমার, এ/পি থ্যাংখালী রোহিঙ্গা ক্যাম্প নং-১৩, থানা- উখিয়া, জেলা-কক্সবাজারদ্বয়কে বিজ্ঞ আদালত কর্তৃক ০২(দুই) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করিলে উক্ত আসামীদ্বয়কে থানা হেফাজতে আনিয়া মামলার মূল রহস্য উদ্ঘাটনের নিমিত্তে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়
এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ সাকিব মোল্লা (২৫), পিতা-মৃত বাদল মোল্লা, মাতা-মোছাঃ রানু বেগম, সাং-আকুয়া মোড়লপাড়া, থানা-কোতোয়ালী, ২। মোঃ সাহাবুদ্দিন (৪৫), পিতা-মোঃ শামছুল হক ফকির, মাতা-দুরেজা খাতুন, সাং-সাদুল্লাহপুর, থানা-তারাকান্দা, এ/পি সাং-আকুয়া (সালাম সরকারের ছাত্রাবাসের বিপরীতে), থানা-কোতোয়ালী, ৩। মোঃ রবিন মিয়া (২৬), পিতা-মোঃ মতি মিয়া, মাতা-মোছাঃ শাহিদা বেগম, সাং-আরকে মিশন রোড, থানা-কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) অন্তিরানী সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আকারুল (২২), পিতা-জবান আলী, মাতা-খালেদা জিয়া, ২। মোছাঃ হালিমা খাতুন (৪৫), স্বামী-মোঃ লাল মিয়া, উভয় সাং-চক শ্যামরামপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ গোলাম রব্বানী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ আবু সাঈদ (২১), পিতা-মোঃ রুহুল আমিন (মস্তান), মাতা-সাহিদা পারভীন, সাং-৬০/জে/০৫ আরকে মিশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন ।
এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। নয়ন দাস(২৯), পিতা-মৃত বাবুল দাস, মাতা-চুমকি রানী দাস, সাং-কালীপুর, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, এ/পি-সড়াইপাড়া, থানা-পাড়ার তলী, চট্টগ্রাম, ২। রোমান (২০), পিতা-নুর ইসলাম, মাতা-মাজেদা খাতুন, ৩। মোঃ রাকিব (২১), পিতা-দুলাল, মাতা-জাহানারা, উভয় সাং-কেওয়াটখালী আইলসার মোড়, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আল আমীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। সিদ্দিকুর রহমান শাহীন(৩২) (আওয়ামীলীগ সদস্য ৭নং চর নিলক্ষিয়া ইউপি), পিতা-মৃত হাজী মোহাম্মদ শামছুল হক, মাতা-রহিমা খাতুন, সাং-রাঘবপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) মাহবুব আলম ফকির, এএসআই ফরহাদ উদ্দিন, কামরুল হাসান, আয়েছ মিঞা মোঃ সাইফুল ইসলাম, স্বপন আকন্দ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৬ টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। ফয়সাল আহাম্মেদ (৫৫), পিতা-মৃত: কেডু মিয়া, স্থায়ী: গ্রাম- বাঘমারা (১৭ নং ওয়ার্ড, পানির ট্যাংকি সংলগ্ন) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। মোঃ আমিরুল ইসলাম (), সাহেব আলী, সাং- চর ইশ্বরদিয়া,(চরকালীয়াবাড়ী), থানা/উপজেলা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ।
৩। মোঃ শহীদুল্লাহ (৪৬), পিতা-মৃত আব্দুর রহমান, স্থায়ী : হাল সাকিন- মুমিনুন্নিসা এক্সেল টাওয়ার ২য় তলা ০৮ নং মনমোহন নিয়োগী রোড পন্ডিতপাড়া , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৪। মোছাঃ শেফালী খাতুন (), স্বামী- ইউসুফ, স্থায়ী: (সাং- কাউনিয়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৫। মোঃ ইউসুফ আলী (), পিতা-মৃত জন্থর আলী, স্থায়ী: গ্রাম- কাউনিয়া, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৬। মোঃ দিদারুল ইসলাম (), পিতা-মোঃ আওয়াল, স্থায়ী: গ্রাম- সুতিয়াখালী (সুতিয়াখালী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।