ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে আওয়ামীলীগ ও অন্যান্য মামলার আসামীসহ গ্রেফতার ১৫ জন

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০৫/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৫ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আল আমিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ কবির মিয়া(৩৫),(আওয়ামীলীগ সদস্য), পিতা- আব্দুল বারেক, সাং- রাঘবপুর পূর্বপাড়া, ২। মোঃ আঃ সালাম(৬০),(আওয়ামীলীগ সদস্য), পিতা- মৃত ইমান আলী মন্ডল, সাং- রাঘবপুর, ৩। মোঃ হাবিবুর রহমান(৪১), (আওয়ামীলীগ সদস্য), পিতা- মৃত সিদ্দিকুর রহমান, সাং- রাঘবপুর, ৪। আজিদ মিয়া(৬২), (আওয়ামীলীগ সদস্য), পিতা-মৃত আসমত আলী, সাং- রাঘবপুর, ৫। নয়ন মিয়া (৪৮), (সদস্য আওয়ামীলীগ), পিতা তোফাজ্জল হোসেন তোতা, সাং-নিলক্ষীয়া উজানপাড়া, সর্ব থানা-কোতোয়ালী, ৬। সাইফুল ইসলাম মেম্বার(৪৬), (আওয়ামীলীগ সদস্য), পিতা- মৃত আঃ হাই খান, সাং-কলতাপাড়া, থানা-গৌরীপুর, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন সাহেব কাচারী বাজার এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতা মামলার আসামী ১। ফাহমিদ ওরফে ফিয়াত (১৯), পিতা-গোলাম সামদানী, মাতা-মোমেনা আক্তার, সাং-নওপাড়া, থানা-ত্রিশাল, এপি/সাং-রুটিওয়ালাপাড়া, থানা-কোতোয়ালী, ২। রাকিবুল হাসান রামিম (২০), পিতা-শাহজাহান আহম্মেদ, মাতা-রুবিনা আক্তার, সাং-রাধাকানাই (দশ মাইল), থানা-ফুলবাড়ীয়া, এপি/সাং-ভালিয়া ডাঙ্গা রোড (জনৈক সোবহান আহম্মেদ এর বাসার ভাড়াটিয়া), থানা-ত্রিশাল, ৩। মোঃ রুবেল (২১), পিতা-আজিজুল হক, মাতা-নুর জাহান খাতুন, সাং-০৮নং দড়িরামপুর, থানা-ত্রিশাল, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া শ্যাম মোড়লবাড়ী মসজিদের পশ্চিম পাশে রাস্তার শেষ মাথায় মোঃ জাহিদ হাসান সবুজ এর পরিত্যক্ত বাড়ীর সামনে হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ নয়ন মিয়া (২০) পিতা-জামাল উদ্দিন, মাতা-কমলা খাতুন, ২। মোঃ রাকিব (২১) পিতা-মোঃ চাঁন মিয়া মাতা-মনোয়ারা বেগম উভয় সাং-সেহড়া ধোপাখোলা (চুক্ষ হাসপাতালের পিছনে) থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন সিকে ঘোষ রোড এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) সজীব কোচ, এএসআই (নিঃ)নাজমুল হক, কামরুল হাসান, লাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৪ টি পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মোঃ রনি ওরফে ভূট্টু (৩৪), পিতা-মোঃ আঃ গনি, স্থায়ী: গ্রাম- কৃষ্টপুর (কৃষ্টপুর আদর্শ কলোনী) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,
২। সুলতান আহম্মেদ, পিতা-তফিল উদ্দিন ভূট্রো, স্থায়ী : (চর রঘুরামপুর) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৩। জাকির হোসেন(২৫), পিতা-মোঃ আজিজুল হক @ সানটু, মাতা- মোছাঃ সেলিনা খাতুন, স্থায়ী: গ্রাম- ঢোলাদিয়া (গলগন্ডা), উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,
৪। আব্দুল কদ্দুস (প্রো: মাসুদ ডিজিটাল ষ্টুডিও এন্ড টেলিকম) (৫১), পিতা-মোঃ জসিম উদ্দিন, স্থায়ী: গ্রাম- রাঘবপুর (পো: রাঘবপুর মাদ্রাসা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।