ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে আওয়ামীলীগ ও যুবলীগের নেতাসহ গ্রেফতার ১৪ জন

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১২ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ সজিব (৩৬), আওয়ামীলীগের সমর্থক, পিতা-কোমর উদ্দিন, মাতা-হামিদা খাতুন, সাং-আকুয়া, ২।মানিক মিয়া (২৫), সাংস্কৃতিকলীগের মহানগর সাধারন সম্পাদক, পিতামৃত-রমজান আলী, মাতা-জোসনা আরা বেগম, সাং-মধ্য বাড়েরা নিজাম নগর, ৩। মোঃ রুমান (২৫), ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য, পিতা-মোঃ সাইফুল ইসলাম, মাতা-রোকসানা বেগম, সাং-মধ্য বাড়েরা, নিজাম নগর, ৪। নাহিদুল ইসলাম (৩৮), মহানগর যুবলীগের সদস্য, পিতা-মকবুল হোসেন, মাতামৃত-নাছিমা খাতুন, সাং-মাসকান্দা গনসার মোড়, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন কাঠগোলা বাজার এলাকা হইতে এবং ৫। মোঃ হৃদয় (২০), যুবলীগের সক্রীয় কর্মী, পিতা- লিটন আহম্মেদ কামাল, মাতা- রওশন আরা বেগম, সাং- কৃষ্টপুর দৌলতমুন্সি রোড, ৬। মোঃ নাহিদ হাসান রনি (২৭) সাবেক মহানগর ২১নং ওয়ার্ড স্বেচ্ছা সেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক, পিতা- মোঃ আব্দুর রশিদ মাতা-নার্গিস বেগম, সাং-চকছত্রপুর ২১নং ওয়ার্ড সিটি কর্পোরেশন, ৭। মোঃ আঃ করিম (৫৫), সাবেক আহব্বায়ক স্বেচ্ছা সেবকলীগ, ২১নং ওয়ার্ড, ময়মনসিংহ মহানগর, পিতামৃত-সিরাজুল ইসলাম, মাতা-লাইলী বেগম, সাং-২১ নং ওয়ার্ড চকছত্রপুর শেষ মোড়, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন পুলিশ লাইল মোড় এলাকা হইতে গ্রেফতার করেন ।
পুলিশ পরিদর্শক (নিঃ) আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অস্ত্র মামলার আসামী ১। হাসান তানভীর @ অন্তর (২৪), পিতা-শরীফ উদ্দিন @ সরা, মাতা-রানী বেগম, সাং-বলাশপুর নয়াপাড়া, ২। মোঃ আল আমিন @ আলামিন (৩০), ৩। মিলন (২৭), উভয় পিতা-আসাদ আলী @ আরশাদ আলী, সাং-বলাশপুর নয়াপাড়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন বলাশপুর এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। নিবর (২৬), পিতা-রাসেল মিয়া, ২। আশিক মিয়া (২২), পিতা-আরিফ মিযা, উভয় সাং-ষোল হাসিয়া, থানা-গফরগাও, জেলা-ময়মনসিংহদ্বয় কে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ০১টি মোটরসাইকেল উদ্ধার করেন।
এসআই (নিঃ) মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ বাচ্চু মিয়া (৪৫), পিতামৃত-নওশের আলী, মাতা-হাজেরা খাতুন, সা-পুটিয়ালীর চর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন ভাবখালী এলাকা হইতে গ্রেফতার করেন
ইহাছাড়াও এএসআই সাজেদুল ইসলাম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১টি সিআর পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা
১। আনোয়ার হোসেন, পিতা-মৃতঃ ফয়জুর রহমান, স্থায়ী : গ্রাম- চরবড়বিলা (চর বড়বিলা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।