মাদক ও চোরাচালান দমনে ময়মনসিংহে ডিবি’র অভিযানে গ্রেপ্তার-০২
ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদক চোরাচালান কারবারিদের দমনে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে ২০ বোতল ভারতীয় মদ সহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ মোঃ সহিদুল ইসলাম এর নির্দেশনায় এসআই মোঃ ফারুক আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কালিবাড়ী পুরাতন গোদারাঘাট বেড়ী বাঁধ এলাকা থেকে আজ রবিবার (২২ ডিসেম্বর) সকালে ২০ টি বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ফারুক হোসেন (২৯), পিতা মৃতঃ-আঃ হামিদ, সাং-কড়ইতলী, থানা-হালুয়াঘাট, ২। মোঃ হৃদয় মিয়া (২৬), পিতা-আঃ করিম, সাং-চরঈশ্বরদিয়া, থানা-কোতোয়ালী মডেল, উভয় জেলা-ময়মনসিংহকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ও চোরাচালান কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী মোঃ ফারুক হোসেন (২৯)এর বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে বলে ডিবি সুত্র জানান।
উদ্ধারকৃত ২০বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ২ জনকে আসামী কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।








