জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

রক্তস্নাত জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী ও জুলাই শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অগ্নি ফিনিক্স ক্লাবের যৌথ আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে উক্ত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রাথমিকভাবে ১৭৬ জন অংশগ্রহণকারী থেকে প্রথম বাছাইয়ে ৭৩ জনকে নির্বাচিত করা হয়। ২ আগস্ট প্রাথমিক ও দ্বিতীয় পর্ব শেষে ২৩ জন ফাইনালে উত্তীর্ণ হন।
অনুষ্ঠানে আল্লামা আব্দুর রহমান হাফিজ্জী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মুকতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বীর শহিদ সাগরের পিতা আসাদুজ্জামান আসাদ এবং জাতীয় বীর শহিদ মাহিনের পিতা জামিল হোসেন সোহেল।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিজয়ী হয়েছেন মো: খালেদ মিয়া (৭), পিতা: মো: জহিরুল ইসলাম, নিউ মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা, ফুলপুর, ময়মনসিংহ।
২য় স্থান অর্জন করেছেন নূর আহাম্মদ ইফাত (১২), পিতা: রিপন আহমদ, তাহযিনুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা, সদর, ময়মনসিংহ।
৩য় স্থান অর্জন করেছেন মো: সিয়াম হাসান আপন (১২), পিতা: মো: আরিফুল ইসলাম, নিউ মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা, ফুলপুর, ময়মনসিংহ।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে হাদিয়া হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে এক লাখ টাকা, পঞ্চাশ হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান বাস্তবায়নকারী ছিলেন আশিকুর রহমান আশিক, ফুয়াদ খান, শরিফুল ইসলাম, জি কে উমর ফারুক, আব্দুল আলিম, মাজহারুল ইসলাম রানা এবং সালমান এ হাসান আকন্দ।