নওগাঁ মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিদায় অনুষ্ঠান

নওগাঁ মান্দা উপজেলার ইতিহাস সৃষ্টি কারী নির্বাহী কর্মকর্তা মোঃশাহ আলম মিয়াকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) মান্দা উপজেলা শাখার পক্ষে ফুলের শুভেচ্ছাসহ বিদায় জানানো হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ মজিদ সম্রাট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম, মুগ্ধতা ছড়িয়ে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিচ্ছেন নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মান্দা উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
গত ২০২৪ সালের ০৫ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। দ্বায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উপজেলার সুবিধা বঞ্চিত ও তৃণমূল মানুষের কল্যাণে কাজ শুরু করেন। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর সরাসরি নির্দেশনায় ৮শ একর সরকারি খাস ও ভিপি সম্পত্তিসহ বেদখল হয়ে যাওয়া ব্যক্তি মালিকানার সম্পত্তি উদ্ধারে স্পট গণশুনানীর ব্যবস্থা গ্রহণ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছিলেন। অতি অল্প সময়ের মধ্যে জনবান্ধন (ইউএনও) হিসেবে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করে নিয়েছেন।
বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা মফস্বল ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল মজিদ সম্রাট। এ সময় উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ নাদিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, দপ্তর সম্পাদক মির্জা তুষার আহমেদ। আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম সবুজ হোসেন ও সংগঠনের সকল সদস্য প্রমুখ।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া বলেন অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখে সব কিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। মান্দার মানুষ খুব আন্তরিক। আমি কোনোদিন তাদের ভুলতে পারব না।