ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে মার্ডার ও আত্মহত্যা প্ররোচিত মামলার আসামীসহ গ্রেফতার-৩

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ১৫/০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৩ জন আসামী গ্রেফতার করা হয়। একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান।
এসআই (নিঃ) মোহাম্মদ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া খুন মামলার আসামী ১। মোঃ রিফাত হোসেন (২০), পিতা-মোঃ আমিরুল ইসলাম, মাতা-মোছাঃ আকলিমা খাতুন, সাং-ঝাপারকান্দা অষ্টধার, থানা- কোতোয়ালী, ২। মোঃ শফিকুল ইসলাম @ শফিক (৫০), পিতা-মোঃ মনিরুজ্জামান, মাতা-মোছাঃ সুফিয়া, সাং-কান্দিগাঁও, থানা-মুক্তাগাছা, উভয় জেলা- ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোহাম্মদ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আত্মহত্যায় প্ররোচিত মামলার আসামী ১। মোঃ জিহাদ হোসেন (২০), পিতা-শুক্কুর আলী, মাতা-মোছাঃ লাভলী বেগম, সাং-লতিফপুর, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, এপি/সাং-মাইজবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।