ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক সমাজ্ঞী সুরাইয়া আটক

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অদ্য ১৪/০৪/২০২৫ ইং তারিখ রোজ সোমবার বিকাল ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি চৌকস টিম উপ পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন চরনিলক্ষিয়া দিঘলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮০০ পিট ইয়াবাসহ সুরাইয়াকে আটক করা হয়।
আটককৃত মোছা: সুরাইয়া আক্তার দীর্ঘদিন যাবত একালায় মাদক ব্যবসা করছিলো। সুরাইয়ার পিতা: জমির ব্যাপারী, স্বামী: স্বপন মিয়া। মোছাঃ সুরাইয়া আক্তার (৩০) কে ৪,৮০০ (চার হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি মোবাইল সেট সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ “ক” সার্কেল গ্রেফতার করে। মাদক সম্রাজ্ঞী সুরাইয়া আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।