বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে অপহরণ ও মাদক মাদলার আসামীসহ গ্রেফতার-১১; মাদক দ্রব্য উদ্ধার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৮:১৭ পিএম
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে অপহরণ ও মাদক মাদলার আসামীসহ গ্রেফতার-১১; মাদক দ্রব্য উদ্ধার

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ১৪/০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। ফারজানা আক্তার (২৫), পিতা-মোঃ মুছা, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-নাটকঘরলেন, এপি/সাং-নির্মলাবাস পুরোহিতপাড়া রোড (জনৈক কবির এর বাসার ভাড়াটিয়া), ২। তুষার (১৮), পিতা-হেলাল উদ্দিন, মাতা-তাসলিমা বেগম, গ্রাম-৫৫/বি পুরোহিত পাড়া, উভয় থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদ্বয়ের নিকট হইতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এসআই (নিঃ) মোঃ মাহবুব আলম ফকির সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ মেহেদী হাসান তানভীর (২১), পিতা-আব্দুল আওয়াল নোমান, সাং-কেওয়াটখালী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এসআই (নিঃ) বিশ্বজিত সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার আসামী ১। সুব্রত সরকার (৪২), পিতা-সুরেন্দ্র সরকার, মাতা-প্রতিমা রানী সরকার, সাং-হাপানিয়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন ।

এসআই (নিঃ) রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। আমিরুল ইসলাম (৫০), পিতামৃত-নুরু ফকির, ২। মাসুদ রানা (৪২), পিতা-লাল মিয়া, উভয় সাং-টান হাসাদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদ্বয়ের নিকট হইতে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

এসআই (নিঃ) মোঃ আন্নান উল আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। মোঃ বাবু মিয়া(২৯), পিতা-মৃত মোহাম্মদ আলী সেলিম, মাতা-মোছাঃ রাশেদা বেগম, সাং-আকুয়া দক্ষিণপাড়া, থানা-কোতোয়ালী, ২। কবির হাসান রতন (২৪), পিতা-মোঃ হোসেন আলী, মাতা-মোছাঃ আমেনা বেগম, সাং-মরিচারচর গাঙ্গিনারপাড়, থানা-ঈশ্বরগঞ্জ, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন ।

এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পর্নোগ্রাফি আইনের মামলার আসামী ১। খইরুল এনাম (২৮), পিতা- মোঃ মোক্তাজুল, মাতা- খালেদা বেগম, সাং- দেবীপুর, খোসবাজার এস ডি কামিল মাদ্রাসা সংলগ্ন, থানা- ভূল্লী, জেলা- ঠাকুরগাঁওকে ঠাকুরগাঁও জেলার দেবীপুর এলাকা হইতে গ্রেফতার করেন ।

এসআই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ প্রান্ত (২৫), পিতা মৃত-পান্নু মিয়া, মাতা-আছমা খাতুন, সাং-আকুয়া ভাঙ্গাপুল, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন ।

ইহাছাড়াও এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১ টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।

পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-

১। পাপ্পু (২৮), পিতা-হাশেম, স্থায়ী : গ্রাম- জেলখানার চর (জেলখানার চর বেড়িবাঁধ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

ভারত থেকে যেসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২:৪০ পিএম
ভারত থেকে যেসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

ভারত থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ। এই নিষেধাজ্ঞায় নেপাল ও ভুটানেরও কিছু পণ্য রয়েছে। দুই দেশের ব্যবসা-বাণিজ্যে টানাপোড়েনের মধ্যেই এ সিদ্ধান্ত নিল বাংলাদেশ।

গত রোববার প্রকাশিত গেজেটের মাধ্যমে এই নির্দেশনা জারি করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস উইং। মঙ্গলবার এ তথ্য জানায় এনবিআর।

গত ৮ এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত সরকার। ২০২০ সালের ২৯ জুন ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশকে দিয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে সহজেই পণ্য পাঠাতে পারত। এখন এই সুবিধা পাচ্ছে না বাংলাদেশ। অর্থাৎ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে ট্রান্সশিপমেন্ট করতে পারবে না। তবে নেপাল-ভুটানে স্থলপথে ট্রানজিট নিয়ে পণ্য পাঠানোয় জটিলতা থাকছে না।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, নেপাল ও ভুটানে উৎপাদিত এবং প্রক্রিয়াজাত সুতা ও আলু ছাড়া অন্য সব পণ্য আমদানি করা যাবে।

ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া পণ্যগুলো হলো-ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোব্যাকো, রেডিও-টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফরমিকা শিট, সিরামিকওয়্যার, স্যানিটারিওয়্যার, স্টেইনলেস স্টিলওয়্যার, মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স।

তবে মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলো কাঁচামাল হিসেবে তামাক ডাঁটা আমদানি করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

একই সঙ্গে আগে জারি করা এসআরও নং ২৯৭-আইন/২০২৪/৮৯/কাস্টমস প্রজ্ঞাপনটির কয়েকটি ক্রমিক নম্বর সংশোধন করা হয়েছে। এতে পণ্য তালিকার হালনাগাদ করা হয় এবং ‘সব রপ্তানিযোগ্য পণ্য’ আগের মতোই অব্যাহত রাখা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে মার্ডার ও আত্মহত্যা প্ররোচিত মামলার আসামীসহ গ্রেফতার-৩

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৬:২১ পিএম
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে মার্ডার ও আত্মহত্যা প্ররোচিত মামলার আসামীসহ গ্রেফতার-৩

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ১৫/০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৩ জন আসামী গ্রেফতার করা হয়। একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান।

এসআই (নিঃ) মোহাম্মদ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া খুন মামলার আসামী ১। মোঃ রিফাত হোসেন (২০), পিতা-মোঃ আমিরুল ইসলাম, মাতা-মোছাঃ আকলিমা খাতুন, সাং-ঝাপারকান্দা অষ্টধার, থানা- কোতোয়ালী, ২। মোঃ শফিকুল ইসলাম @ শফিক (৫০), পিতা-মোঃ মনিরুজ্জামান, মাতা-মোছাঃ সুফিয়া, সাং-কান্দিগাঁও, থানা-মুক্তাগাছা, উভয় জেলা- ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) মোহাম্মদ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আত্মহত্যায় প্ররোচিত মামলার আসামী ১। মোঃ জিহাদ হোসেন (২০), পিতা-শুক্কুর আলী, মাতা-মোছাঃ লাভলী বেগম, সাং-লতিফপুর, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, এপি/সাং-মাইজবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক সমাজ্ঞী সুরাইয়া আটক

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১১:১৮ পিএম
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক সমাজ্ঞী সুরাইয়া আটক

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অদ্য ১৪/০৪/২০২৫ ইং তারিখ রোজ সোমবার বিকাল ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি চৌকস টিম উপ পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন চরনিলক্ষিয়া দিঘলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮০০ পিট ইয়াবাসহ সুরাইয়াকে আটক করা হয়।

আটককৃত মোছা: সুরাইয়া আক্তার দীর্ঘদিন যাবত একালায় মাদক ব্যবসা করছিলো। সুরাইয়ার পিতা: জমির ব্যাপারী, স্বামী: স্বপন মিয়া। মোছাঃ সুরাইয়া আক্তার (৩০) কে ৪,৮০০ (চার হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি মোবাইল সেট সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ “ক” সার্কেল গ্রেফতার করে। মাদক সম্রাজ্ঞী সুরাইয়া আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।