ময়মনসিংহ মহানগরীতে রমজান মাস উপলক্ষে টিসিবি’র ট্রাকসেলে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে; যা ভোক্তারা কোনো কার্ড ছাড়াই নিতে পারবে


রমজান মাস উপলক্ষে গত ২৪-০২-২৫ রোজ সোমবার থেকে ময়মনসিংহ মহানগরীর ১০ টি পয়েন্টে প্রতিদিনই টিসিবি’র ভ্রাম্যমাণ ট্রাকসেলে পণ্য বিক্রয় শুরু হয়েছে।
টিসিবির স্মার্ট ফ্যমিলি কার্ড/ জাতীয় পরিচয় পত্র সাথে আনার প্রয়োজন নেই। লাইনে দাঁড়িয়ে যে কেউ পণ্য ক্রয় করতে পারবেন। প্রতি পয়েন্টে প্রতিদিন ২০০ জন ভোক্তার নিকট পণ্য বিক্রয় করা হবে।

ভোজ্য তেল ২লিঃ ২০০/; মশুরের ডাল ২কেজি ১২০/-; ছোলা ২কেজি ১২০/-; চিনি ১কেজি ৭০/-; খেজুর ৫০০গ্রাম ৭৭.৫/-; মোট ৫৮৭.৫/- প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে।
সরেজমিনে গেলে দেখা যায়, এই সহজ লভ্য টিসিবি’র পণ্য ক্রয় করতে নির্ধারিত ১০ পয়েন্টে গ্রাহকদের প্রচুর ভিড় করছেন। নির্ধারিত ২০০ ভোক্তার বিপরীতে ভিড় করছেন ৬০০ থেকে ৮০০ ভোক্তা। ক্ষেত্র বিশেষে দেখা যায় আরো বেশি ভোক্তা।
টিসিবি’র ডিলারদের কাছে জানতে চাইলে বলেন, টিসিবি’র নির্ধারিত ২০০ ভোক্তার পণ্য বিক্রয় করতে তারা হিমসিম খাচ্ছেন, সামনে পবিত্র মাহে রমজান তাই ভোক্তা অনেক বেশি, টিসিবি’র ট্রাকসেল পয়েন্টে আগে থেকে প্রচুর ভোক্তা ভিড় করে দাঁড়িয়ে থাকেন।

দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির পরিস্থিতির সময় পবিত্র মাহে রমজান শুরুর ঠিক আগ মুহূর্তে টিসিবি’র ট্রাকসেল কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বলে মনে করা হচ্ছে। তবে, ২০০ ভোক্তা খুবই কম হয়ে যায় বলে মনে করেন নগরীর সচেতন মহল।