ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে আওয়ামীলীগ, মাদক ও পরোয়ানা ভুক্ত আসামীসহ গ্রেফতার ১৩ জন

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১৪/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৩ জন আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) জনাব মোঃ কমর উদ্দিন, আইসি-১নং পুলিশ ফাঁড়ি, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ জাকির হোসেন (৬৫), (আওয়ামীলীগের সমর্থক), পিতা-মৃত জমশের আলী, মাতা-মৃত শাপলা, সাং-কৃষ্টপুর দক্ষিণপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ গোলাম রব্বানী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। শাহাজাদা(৫২), পিতা-মৃত ফেলো মিস্ত্রী ওরফে নবী হোসেন, মাতা-খোদেজা খাতুন, সাং-২৮/এ মাকরজানি রোড, সারদা ঘোষ রোড, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন বাউন্ডারী রোড এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) সজীব কোচ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ দেলোয়ার হোসেন (৩০), পিতা-মৃত হেলাল মিয়া, সাং-রামধন নগর, ইউ/পি-আখাউড়া উত্তর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া ও ২। মোঃ লিটন মিয়া (২৩), পিতা-মোঃ বুলু মিয়া,সাং-কৃঞ্চপুর, ইউ/পি-মনতলা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন থানাধীন শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকা হইতে গ্রেফতার করেন ।
এসআই(নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আতিকুল ইসলাম শুভ (২২), পিতা-আব্দুল মিয়া, মাতা-আকলিমা বেগম, সাং-শম্ভুগঞ্জ কার্পেট গলি, ২। আল হাসিব (২৩), পিতা-মোঃ কামাল মিয়া, মাতা-জাহানারা বেগম, সাং-চরপাড়া, পাঁচতারা হোটেল, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ ওমর ফারুক রাজু সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোকামেল (২৫), পিতা-রিয়াজুল, মাতা-মাকসুদা আক্তার মুক্তা, সাং-দেউলী , থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন দিঘারকান্দা বাইপাস এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ নাহিদ হাসান রবিন (২৫), পিতা- রুহুল আমিন, মাতা- ঝর্ণা আক্তার, সাং-পলসা ১০নং খেরুয়াজানি, থানা-মুক্তাগাছা, ২। রাতুল ইসলাম রিফাত (২৮), পিতা-ইব্রাহিম খলিল, মাতা-মাজেদা খাতুন, সাং-খেরুয়াজানি ১০নং ইউপি, থানা-মুক্তাগাছা, ৩। তামান্না (২২), পিতা-তালেব, মাতা-শাহিদা, সাং-চর গোলপপুর, ১০নং ফারিয়াজুরি ইউপি, থানা-হালুয়াঘাট, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন নওমহল সাকিনস্থ ৯৬/বি, সাউথ বাউন্ডারী রোড এলাকা হইতে গ্রেফতার করেন ।
ইহাছাড়াও এসআই (নিঃ) বিশ্বজিত সূত্রধর, এএসআই সোলায়মান কবির নয়ন, এএসআই আনসার আলী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০২টি জিআর এবং ০১টি সিআর পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মনিরা খানম, স্বামী-মোঃ মুনসুর আলী, সাং-গন্দ্রপা (বড়বাড়ী) উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। আরাফাত হোসেন শাকিল, পিতা-মৃত বিল্লাল হোসেন ড্রাইভার, সাং-কাশর লাকীবাড়ী, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩।আমিনুল ইসলাম জনি, পিতা-মৃত রেজাউল করিম, সাং-কাশর মসজিদের সাথে, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।