ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে আওয়ামীলীগ, যুবলীগ ও চুরি মামলার আসামীসহ গ্রেফতার ১৩ জন

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১১/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৩ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) পিন্টু কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। কবির (২৫), পিতা-ইসমাইল, মাতা-রানু বেগম, সাং-দত্তপাড়া, থানা-মুক্তাগাছা, এপি/সাং-আকুয়া মোড়লবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন কাঠগোলা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। উত্তম দাস (৪০), যুবলীগের সমর্থক, পিতা-মৃত শ্যাম সুন্দর দাস, মাতা-শেফালী দাস, সাং-বাশবাড়ী কলোনী, ২। আল আমিন হোসেন (৩২), আওয়ামীলীগের সমর্থক, পিতা-মোহাম্মদ আলী, মাতা-রাশিদা বেগম, সাং-চর খরিচা বাজার, ৩। আবু রায়হান আব্দুল্লাহ (২২) ২৪নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগের সেক্রটারী, পিতা-আঃ কামাল, মাতা-রেহেনা বেগম, সাং-ছালাকান্দি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা বাইপাস এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ রবিউল ইসলাম লিটন (৫৭), ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি, পিতামৃত-আলী আকবর, মাতা-মৃত রোকেয়া বেগম, সাং-৮২/বি বাঘমারা, ব্রাহ্মপল্লী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন থানাধীন বাঘমারা ব্রাহ্মপল্লী এলাকা হইতে গ্রেফতার করেন ।
এসআই(নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ জাহিদুল হাসান জাহিদ (২৭), আওয়ামীলীগের সমর্থক, পিতা-মোঃ শামসুদ্দিন, মাতা-মোছাঃ জোসনা বেগম, ২। মোঃ কিরন (৩০), আওয়ামীলীগের সমর্থক, পিতা-মৃত মনসুর আলী, মাতা-মোছাঃ আবেদুন্নেছা, উভয় সাং-গন্দ্রপা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন থানাধীন গন্দ্রপা এলাকা হইতে গ্রেফতার করেন ।
এসআই(নিঃ) খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। চাঁন মিয়া (৪৮), আওয়ামীলীগের সমর্থক, পিতামৃত-তৈয়ব আলী, মাতামৃত-মালেকা খাতুন, সাং-ভাটি ঘাগড়া, থানা-কোতোয়ালী, ২। শামছুল আলম (৫০), আওয়ামীলীগের সমর্থক, পিতামৃত-আনোয়ার আলী, মাতা-মোছাঃ রওশন আরা বেগম, সাং-কাজিয়াকান্দা, থানা-ফুলপুর, এপি/সাং-রাজবাড়ীর পিছনে খান ভবন, থা-কোতোয়ালী, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন রহমতপুর এলাকা হইতে গ্রেফতার করেন
এসআই(নিঃ) খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। লামীম হাসান ওরফে রাব্বী (২৮), পিতা-মোঃ আঃ কদ্দুস, মাতা-রহিমা বেগম বিউটি, সাং-৫১নং আকুয়া মাদ্রাসা কোয়াটার ফুলবাড়ীয়া রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন থানাধীন আাকুয়া এলাকা হইতে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ০৪ গ্রাম হেরোইন উদ্ধার করেন।
ইহাছাড়াও এসআই নুরুল ইসলাম, এএসআই মাহমুদুল হাসান জামান, আবু সায়েম সংগীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩ জন পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করেন।
পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। মোঃ মাহবুবুর রহমান মিন্টু, পিতা-মৃত হাফিজুর রহমান, সাং-চর ঘাগড়া, পোঃ চর ঘাগড়া, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
২। রানু বেগম, স্বামী-মোঃ দুলাল তালুকদার, সাং-আরকে মিশন রোড, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ
৩। হাফেজ আব্দুছ ছালাম, প্রোঃ মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স অষ্টধার বাজার, পিতা-মোঃ জাফর আলী, সাং-অষ্টধার কুঠুরাকান্দা পশ্চিমপাড়া, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।