ইসকন নিষিদ্ধের দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীতে মসজিদের ইমামকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর জড়িত থাকার অভিযোগ তুলে সংগঠনটি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলার মার্কাজ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে শতাধিক মুসল্লি, আলেম-ওলামা ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, ইসলামী বক্তা মাওলানা সোহেল আহমদ ও যুবনেতা মাওলানা মিজানুর রহমান।
বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ইসকনের নামে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। গাজীপুরের টঙ্গীতে ইমাম অপহরণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা বলেন, “ধর্মীয় সম্প্রীতির এই দেশে কোনো উগ্র ধর্মীয় সংগঠনের স্থান নেই। ইসকনের মতো উগ্র সংগঠন অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।”
বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, “বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”












