মুক্তাগাছায় ট্রাকে অটোরিকশার ধাক্কা, নারীসহ নিহত ২
ময়মনসিংহের মুক্তাগাছায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার সাতাশিয়া কানাইবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকার মকবুল হোসেন (৪৬) এবং মুক্তাগাছা পৌর শহরের কলেজ রোডের রুম্পা সাহা (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মকবুল হোসেন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুম্পা সাহার মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।












