ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-হেল্পার নিহত
ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও হেল্পার নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকার বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একইমুখী দ্রুতগতির আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
নিহত দুজনের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তারা ট্রাকের চালক ও সহকারী (হেল্পার)। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।












