রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

লঙ্কার ঝাঁজে পুড়ছে নগরী

ময়মনসিংহে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে বিপাকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৭ এম
ময়মনসিংহে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে বিপাকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ

রবিবার (৫ অক্টোবর) ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে বেড়েছে ৪০ থেকে ৮০ টাকা পর্যন্ত। এছাড়া কাঁচামরিচের দাম ২২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। বাজারে নিত্যপণ্যের এমন ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা। সকালে সরেজমিনে শহরের ঐতিহ্যবাহী মেছুয়া বাজার ঘুরে এই তথ্য জানা যায়।

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহ সিম ১২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। অথচ এখন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। কাঁচামরিচ ২২০ টাকা থেকে বেড়ে ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ধুন্দল, টমেটো ও মোটা গোল বেগুনের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। বর্তমানে ধুন্দল ৬০, টমেটো ১২০ ও মোটা গোল বেগুন ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া চায়না গাজর ১১০, কাঁকরোল ৭০, পটোল ৬০, চিচিঙ্গা ৭০, ঝিঙে ৭০, চিকন বেগুন ১২০, করলা ৬০, ঢেঁড়স ৭০, শসা ৩০, কচুরমুখি ৩০, কাঁচা পেঁপে ২০, মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি, লাউ ৬০ টাকা পিস, কাঁচা কলা ৪০ টাকা হালি ও লেবু ২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

একই বাজারে মাছের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। বর্তমানে শোল ৬১০-৮৯০, ট্যাংরা ৫৫০-৮৭০, টাকি ৪৩০-৫৮০, কাতলা ৩৬০-৪২০, পাঙাশ ২২০-২৫০, রুই ৪৪০-৪৮০, কালবাউশ ৩৪০-৪০০, মৃগেল ২৯০-৩৪০, শিং ৩৫০-৬৪০, কৈ ২৬০-৩৫০, পাবদা ৩৯০-৫১০, সিলভার কার্প ২৩০-২৯০ ও তেলাপিয়া ২২০-৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

স্থিতিশীল অবস্থায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, কক মুরগি, গরুর মাংস, খাসির মাংস, ফার্মের মুরগির ডিম, দেশি মুরগির ডিম ও হাঁসের ডিম। বর্তমানে ব্রয়লার মুরগির ১৬০, কক মুরগি ৩০০, গরুর মাংস ৮০০, খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে, ফার্মের মুরগির ডিম ৪০ টাকা হালিতে, দেশি মুরগির ডিম ও হাঁসের ডিম ৭০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

বাজারে সবজি কিনতে এসে আরিফুল ইসলাম বলেন, সবজির দামে উত্তাপ বেড়েছে। ফলে নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা বিপাকে পড়েছেন। বাজারে এসে আমি নিজেও চাহিদার তুলনায় কম সবজি কিনছি।

মাছ কিনছিলেন মফিদুল ইসলাম। তিনি বলেন, বাজারে প্রচুর পরিমাণ মাছ রয়েছে। তবুও বিক্রেতারা দাম বাড়িয়ে বিক্রি করছেন। বাজার মনিটরিং দুর্বল থাকায় বিক্রেতারা ইচ্ছামত দামে বিক্রি করতে পারছেন।

দাম বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে সবজি বিক্রেতা সিদ্দি মিয়া বলেন, ক্রেতাদের চাহিদার তুলনায় বাজারে সবজির সরবরাহ কম। তাই দামও বেড়েছে।

মাছ বিক্রেতা জামাল উদ্দিন বলেন, আড়তে মাছের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। এতে ক্রেতারা ক্ষুব্ধ হলেও আমাদের কিছুই করার নেই।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক মো: আব্দুস ছালাম বলেন, অসাধু বিক্রেতারা ইচ্ছে করেই মনমতো দামে বিক্রি করছেন কিনা খোঁজ নেওয়া হবে। প্রয়োজনে বাজারে অভিযান চালানো হবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলায় ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:৩৬ পিএম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলায় ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নওগাঁ জেলা শাখার আয়োজনে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে হৈচৈ পার্ক নওগাঁ সদর খলিসা কুড়িতে। উক্ত অনুষ্ঠানে ১১ উপজেলার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএমইউজে’র সভাপতি মোঃ খোরশেদ আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি, মোঃ আবুবক্কর সিদ্দিক নান্নু, সাঃ সম্পাদক আলহাজ্ব, মামুনুর রহমান রিপন, জেলা যুব দলের আহবায়ক মোঃ সফিউল আজম টুটুল, প্রঃ ড,মতিউর রহমান, সভা পরিচালনা করেন নওগাঁ জেলা বিএমইউজে সাঃ সম্পাদক মোঃ নাদিম হোসেন।

শনিবার (১৫ নভেম্বর) ২০২৫ তারিখে দূপুরে নওগাঁর ঐতিহ্যবাহি ভ্রমণ স্পট হৈ চৈ পার্কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) নওগাঁ জেলা শাখার উদ্যোগে ও জেলার ১১টি উপজেলা শাখার সাংবাদিকদের নিয়ে উক্ত ব্যাৎসরিক সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত বক্তরা সাংবাদিকদের উদ্দেশে বলেন, পেশাদারিত্বের মান বজায় রেখে সম্মান মর্যাদা অধিকার রক্ষায় বিএমইউজে কাজ করছে। সাংবাদিকরা জাতির বিবেগ, আপনারা বিভিন্ন গ্রাম পর্যায়ে নিউজ সংগ্রহ করতে গিয়ে কোন ঝামেলায় পরলে আমাদের ফোন দিবেন, আমরা আপনাদের সব সময় পাশে থাকবো। কোন ভয় ভীতির কাছে মাথা নত না করে, সঠিক তথ্য জাতির কাছে তুলে ধরার আহবান জানান।

বক্তারা বলেন বর্তমান কিছু সাংবাদিক হয়েছে, যার না আছে তেমন শিক্ষা, না আছে তাদের কোন ট্রেনিং, যার ফলে পেশাগত দ্বায়িত্ব পালনে বাঁধার সন্মখীন হচ্ছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষে আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করা আশু জরুরি। আলোচনা শেষে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:৩৮ পিএম
ময়মনসিংহে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ময়মনসিংহে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণকাজে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন ও বুলু মিয়ার নেতৃত্বে একটি দল ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর ব্রহ্মপুত্র নদের বাঁধ এলাকা এবং ময়মনসিংহ নগরীর টাউনহল মোড়সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে অভিযান চালায়।

দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, “মরিচারচর এলাকায় ব্রহ্মপুত্র নদের বাঁধ রক্ষার কাজে দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নথিপত্র পর্যালোচনা শেষে আমরা বাঁধের এলাকা পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে কিছু অনিয়ম পাওয়া গেছে, যা যাচাই-বাছাই শেষে কমিশন বরাবর প্রতিবেদন আকারে পাঠানো হবে।”

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, “এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল আমার পূর্বসূরি নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলের সময়ে। আমি দুই মাস আগে দায়িত্ব নিয়েছি এবং কাজটি নিজে পরিদর্শন করেছি। আমার কাছে কোনো অনিয়ম চোখে পড়েনি। তবে দুদক যেহেতু তদন্ত করছে, আমি সব ধরনের কাগজপত্র দিয়ে সহযোগিতা করছি।”

স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন রোধে নেওয়া কোটি টাকার এই প্রকল্পের কাজ নিম্নমানের। বাঁধের মাটির স্তর দুর্বল এবং কোথাও কোথাও আগের ভাঙন অংশে পুনর্নির্মাণ হয়নি। কাজের মান নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে।

দুদকের দল নথি যাচাই ও স্থান পরিদর্শনের পর তদন্ত প্রতিবেদন কমিশনে পাঠাবে বলে জানা গেছে।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি পক্ষ থেকে জেলা প্রশাসক মফিদুল আলমের বদলি জনিত বিদায় সংবর্ধনা

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৯:১২ পিএম
ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি পক্ষ থেকে জেলা প্রশাসক মফিদুল আলমের বদলি জনিত বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি, মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর পক্ষ থেকে জেলা প্রশাসক (ডিসি) মফিদুল আলমকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে অর্ধ শতাধিক সাংবাদিক বিদায় সংবর্ধনা জানান।

দীর্ঘ সময় ধরে ময়মনসিংহ জেলার প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি নতুন কর্মস্থলে সেবা উন্নয়ন, সুশাসন এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁর কর্মনিষ্ঠা,আন্তরিকতা সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে যে সুনাম অর্জন করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।

ময়মনসিংহের বিএমইউজে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক শিবলী সাদিক খান এর নেতৃত্বে জেলা প্রশাসক মফিদুল আলমকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন আলমগীর কবির উজ্জ্বল খান, জহর লাল দে, সুমন ভট্টাচার্য, গোলাম কিবরিয়া পলাশ, সেলিম সাজ্জাদ, আব্দুল হাকিম, মোর্শেদ কামাল মিজান, এজি জাফর, সোহানুর রহমান সোহান প্রমুখ। ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।

এসময় জেলা প্রশাসক মফিদুল আলম সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন