ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে কৃষকলীগ সমর্থকসহ গ্রেফতার-৩

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ১৭ /০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৩ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মারপিট সংক্রান্ত মামলার আসামী ১। মোঃ আতিকুল ইসলাম (২২), পিতা-মোঃ মোস্তফা, মাতা-মোছাঃ হালিমা খাতুন, সাং-চর রাঘবপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
১নং পুলিশ ফাঁড়ি কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ সামছুজ্জামান কিরন(৪০),(কৃষকলীগের সমর্থক), পিতা-মৃত আঃ ছাত্তার, মাতা-মাজেদা খাতুন, সাং-উজান ঘাগড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) মোঃ আব্দুল হক, সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১ টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মানিক ঘোষ(৪৮), পিতা-ফনিন্দ্র চন্দ্র ঘোষ,সাং-৩৩ নং কলাবাগান, ধানমন্ডি, ঢাকা-১২০৫, থানা-কলাবাগান,ডিএমপি, ঢাকা।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।