ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে আওয়ামীলীগ ছাত্রলীগ ও মাদক মামলার আসামীসহ গ্রেফতার-১১

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ২০/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) ফিরোজ আলী, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ ফয়সাল (২০), ছাত্রলীগের সমর্থক, পিতা-সাহেব আলী, মাতা-জামিলা খাতুন, সাং-বিদ্যাগঞ্জ, এপি/সাং-কলেজ রোড, কবরস্থান, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন সানকিপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) জসীম উদ্দিন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১।মোঃ জহুরুল ইসলাম জুয়েল (৪০), পিতা-মোঃ জয়নাল আবেদীন, মাতা-সাজেদা বেগম, সাং-গোহাইলকান্দি, মীরবাড়ী, ২। মোঃ মুকলেছুর রহমান (৩০), পিতামৃত-আঃ মোতালেব, মাতা-হামিদা খাতুন, সাং-গোহাইলকান্দি লাকী মিয়ার বাড়ী, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন ০৪নং ওয়ার্ডস্থ গোহাইলকান্দি মীরবাড়ীর ২য় তলা বাড়ীর নিচ তলা হইতে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ১৯ পিস ইনজেকশন উদ্ধার করেন।
এসআই(নিঃ) রিপন চন্দ্র সরকার, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। রাজু মিয়া (৩৫), পিতা-হোসেন মিয়া, মাতা-সাবিহা বেগম, সাং-আরকে মিশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) সোহেল রানা, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ এস.এইচ.এম. রাফি (২৭), (আওয়ামীলীগ সমর্থক), পিতা-আবুল হোসেন, মাতা-নুপুর হোসেন, সাং-১০১/মাসকান্দা গনসার মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া পাঁচতারা হোটেলের পিছনের এলাকা হইতে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ) আয়েছ মিয়া, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ রুহুল আমিন (৪৫), পিতামৃত-হেকমত আলী, সাং-নাফতের আলকী, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন সুতিয়াখালী এলাকা হইতে গ্রেফতার করেন।
মাদক দ্রব্য সংস্থা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী মোঃ আলমগীর হোসেন হৃদয় (২১), পিতা-মোঃ সোহরাব উদ্দিন, মাতা-ফাতেমা খাতুন, সাং-বীর বউলা পূর্বপাড়া, ওয়ার্ড নং-০৪, ইউপি-০৪নং পরানগঞ্জ, থানা-কোতোয়ালী জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আব্দুল্লাহপুর এলাকা হইতে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১২ লিটার চোলাই মদ উদ্ধার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) নুরুল ইসলাম এএসআই (নিঃ) সাজেদুল ইসলাম, আলী হোসেন প্রত্যকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪ টি পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। ওমর ফারুক, পিতা-মোঃ মঞ্জুরুল হক, স্থায়ী: (সাং- উজান ঘাগড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
২। আরিফ (৩৮), পিতা-ফজলু মিয়া ওরফে কলার পোলা, সাং- বাশঁবাড়ী কলোনী, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ
৩। আরিফ ওরফে সাগর (), পিতা-মোঃ ফজলু মিয়া ওরফে কলা ব্যবসায়ী, স্থায়ী: গ্রাম- বাশ বাড়ী কলোনী (বাঁশবাড়ী কলোনী) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ।
৪। মোছাঃ জাহেরা খাতুন ওরফে জাহেরা (৬৫), পিতা-মৃত ইব্রাহিম, স্বামী-মোঃ জসীম উদ্দিন (বীর মুক্তিযোদ্ধা), সাং-বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।