ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ছিনতাই, চুরি, ডাকাতি ও আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামীসহ গ্রেফতার ১৮ জন

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১৭/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৮ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) সাঈদারা রিটা, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আত্মহত্যায় প্ররোচিত(নরহত্যা) মামলায় ধৃত আসামী ১। খন্দকার তালহা জুবায়ের রুমন (২৪), পিতা-খন্দকার বদিউজ্জামান, সাং- কাজির শিমলা, থানা-ত্রিশাল, এ/পি সাং-সানকিপাড়া নয়নমনি মার্কেট বিপরীত পাশে, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ কে অত্র থানাধীন গোহাইলকান্দি এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ জাহিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। উৎপল চন্দ্র দে (৪২), পিতা-সুশীল চন্দ্র দে মাতা-পুষ্প রানী, সাং-শন্তগঞ্জ মাঝিপাড়া, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ শাকিবুল ইসলাম শুভ (২০), পিতা-আঃ খালেক, মাতা-রুবিনা আক্তার, সাং-কৃষ্টপুর মেডিকেল গেইট, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, ৩। মোঃ আনোয়ার (৩৫), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-আনু বেগম, সাং-বাস বাড়ী কলোনী, ১৩নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ ৪। মোঃ কাউছার (২৩), পিতা-মংলা, মাতা-নাসিমা বেগম, সাং-আদমজি পাটগুদাম, ৫। মোঃ পাপ্পু মিয়া (৪০), পিতামৃত-নজরুল ইসলাম, মাতা-সাহেরা খাতুন, সাং-কৃস্টপুর আদর্শ কলোনী, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী থানাধীন গাঙ্গিনারপাড় এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মাসুদ জামালী, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ সাদেক শাকিল (২৫), (ছাত্রলীগ সমর্থক), পিতা-মোঃ নজরুল ইসলাম, মাতা-মোছাঃ হাজেরা খাতুন, সাং-দিগারকান্দা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা বাইপাস এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) রিপন চন্দ্র সরকার, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ মোতালেব (৫০), পিতামৃত-হোসেন আলী, মাতামৃত-আয়েশা খাতুন, সাং-কৃষ্টপুর টি/৪৯, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) সজীব কোচ, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ০১। জাহিদ (২৪), পিতা-কাশেম, মাতা-জাহানারা বেগম, সাং-জেলখানাঘাট, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন খাগডহর ঘুন্টি এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) হাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ জনি মিয়া (২০), পিতা-সাহার উদ্দিন, মাতা-আনেছা খাতুন, সাং-দিউ, ২। মোঃ ওবায়দুল ইসলাম (২২), পিতামৃত-আঃ জলিল, মাতা-কুলসুমা বেগম, সাং-মৈইশাকান্দা, উভয় থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) সোহেল রানা, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আবু হানিফ শান্ত (২০), পিতা-সোহেল রানা মাতা-নাছিমা আক্তার, ২। মোঃ আল আমিন (২০), পিতা-হান্নান মিয়া, মাতা-রানী বেগম, উভয় সাং-২৭নং ধোপাখোলা,উভয়থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী থানাধীন ধোপাখোলা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) মোঃ সোহেল রানা, এএসআই (নিঃ) মাহমুদুল হাসান জামান, এএসআই (নিঃ) মোঃ সাজেদুল ইসলাম, এএসআই ফরহাদ উদ্দিন, এএসআই সুকান্ত দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৩টি জিআর এবং ০২টি সিআর পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মোঃ পারভেজ, পিতা-আলাল উদ্দিন © আলা মিয়া, সাং-বাশবাড়ী কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
২। মোঃ রাতুল মিয়া (), পিতা-মোঃ আঃ রউফ, স্থায়ী: গ্রাম- শস্যামালা, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা ময়মনসিংহ, বাংলাদেশ
৩। মোছাঃ মাজেদা খাতুন (৫৬), স্বামী- ফয়েজ উদ্দিন, স্থায়ী: (সাং- চর ঈশ্বরদিয়া, শিমুলতলি মোড়) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৪। আমিনুল ইসলাম জনি, পিতা-মৃত রেজাউল করিম, সাং-কাশর মসজিদের সাথে, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৫। আরাফাত হোসেন শাকিল, পিতা-মৃত বিল্লাল হোসেন ড্রাইভার, সাং-কাশর লাকীবাড়ী, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।